ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুরের প্রতিবাদে নগরীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ খুলনার গণ মানুষের নেতা শ্রমজীবী মানুষের প্রাণের বন্ধু কমরেড মিজানুর রহমান বাবু’র ব্যবসা প্রতিষ্ঠানের দেওয়াল, বিদ্যুৎ মিটার ভাংচুর এবং দোকানের সমস্ত মালামাল চুরির প্রতিবাদে দোকান মালিক সমিতি ও খুলনা’র সচেতন নাগরিক কমিটির উদ্যোগে শনিবার বিকালে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। দোকান মালিক সমিতির সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এবং খুলনার সচেতন নাগরিক সমাজের সাধারণ সম্পাদক শাহ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীরের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাগরিক নেতা শাহীন জামাল পন, মোঃ মনিরুজ্জামান রহিম। সভায় উপস্থিত ছিলেন আফজাল সুজ এর সত্ত্বাধিকারী মনিরুজ্জামান খান, আসলাম ব্যাগ এর সত্ত্বাধিকারী মোঃ আসলাম খলিফা, হকার্স শ্রমিক ইউনিয়ন নেতা মোঃ ইমরান হোসেন লাদেন, সান্নু মোহাম্মাদ, অধ্যাপক মাহবুবুর রহমান মুকুল, সাবেক ছাত্র নেতা মুরাদ হোসেন, ইট ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ। সভায় নেতৃবৃন্দ বলেন, অন্তবর্তীকালীন সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করার উদ্দেশ্যে কতিপয় দুঃস্কৃতিকারী পরিকল্পিত ও উদ্দেশ্যমূলকভাবে গভীর রাতে হীন স্বার্থে এহেন ন্যক্কারজনক কর্মকান্ড ঘটিয়েছে। প্রতিবাদ সমাবেশে নাগরিক নেতৃবৃন্দ অবিলম্বে দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের জন্য প্রসাশনের প্রতি জোর দাবী জানান।