জাতীয় সংবাদ

ড. ইউনূসের কাজের প্রশংসা করেছেন মোদি: প্রেস সচিব

প্রবাহ রিপোর্টঃ দ্বপক্ষীয় বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ড. মুহাম্মদ ইউনূসকে সম্মান প্রদর্শন করেন এবং তার কাজের ভূয়সী প্রশংসা করেন। বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের সময় মোদি এই প্রশংসা করেন বলে জানান প্রেস সচিব শফিকুল আলম।শনিবার (৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা লেখেন। পোস্টে প্রেস সচিব লেখেন, ভারতের সঙ্গে শেখ হাসিনার ভালো সম্পর্ক থাকলেও বৈঠকে মোদি বলেছেন, আমরা আপনার প্রতি তার অসম্মানজনক আচরণ দেখেছি। তবে ভারত সবসময় আপনাকে সম্মান ও মর্যাদার সঙ্গে দেখে আসছে।’ তিনি আরও লেখেন, ‘যখন ড. ইউনূস প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি উত্থাপন করেন, তখন ভারতের প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না। আমরা আত্মবিশ্বাসী, একদিন শেখ হাসিনাকে ঢাকায় ফিরিয়ে আনা হবে এবং আমরা “শতাব্দীর সেরা বিচার” প্রত্যক্ষ করবো!’
প্রেস সচিব শফিকুল আলমের ফেসবুক পোস্টঃ প্রেস সচিব লেখেন, ‘এটি স্পষ্ট যে, ভারত এখন বাংলাদেশের সঙ্গে সম্পর্কের এক নতুন অধ্যায় রচনা করতে চায়। বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী বারবার ড. ইউনূসকে বলেছেন, ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে, কোনও নির্দিষ্ট দল বা ব্যক্তির সঙ্গে নয়।’প্রেস সচিব শফিকুল আলম আরও লেখেন, ‘ড. ইউনূস যেমন সম্প্রতি একাধিকবার বলেছেন, আমরা ভারতের সঙ্গে “সর্বোত্তম সম্পর্ক” চাই। তবে সেটি হতে হবে ন্যায্যতা, সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে।’

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button