বিনোদন

‘লাপাতা লেডিজ’ এর বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ

প্রবাহ বিনোদন: বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খানের সাবেক স্ত্রী কিরণ রাওয়ের ছবি ‘লাপাতা লেডিজ’ দর্শকদের মনে জায়গা করে নিয়েছে শুরু থেকেই। মুক্তি পাওয়্রা পর ছবিটি বেশ সাড়া ফেলে। মিষ্টি প্রেমের ছবিটি নিয়ে সম্প্রতি অভিযোগ উঠেছে। ‘লাপাতা লেডিজ’ ছবিটির মূল ভাবনা ও বেশ কিছু দৃশ্য নাকি ২০১৯ সালে মুক্তি পাওয়া ফরাসি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বোরখা সিটি’ থেকে অনুপ্রাণিত। এবার সেই বিতর্কে মুখ খুললেন ছবির গল্পের লেখক বিপ্লব গোস্বামী।
গত শনিবার সামাজিক মাধ্যমে লেখক বিপ্লব গোস্বামী একটি পোস্ট করে ছবির বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন। পুরো ঘটনার প্রতিবাদ করে লেখক লিখেছেন, ‘২০১৪ সালে স্ক্রিনরাইটার্স অ্যাসোসিয়েশনের কাছে আমি ‘লাপাতা লেডিজ’-এর গল্প জমা দিয়েছিলাম। সেইসময় মধ্যপ্রাচ্যের ছবিটি তৈরি হয়নি। সেই মূল কাহিনি থেকেই ২০১৮ সালে পূর্ণ দৈর্ঘ্যরে ছবির চিত্রনাট্য লিখেছিলাম। প্রাথমিক অবস্থায় নাম ছিল ‘টু ব্রাইডস’। এমনকি চিত্রনাট্যটি সিনেস্তান স্টোরিটেলার্স প্রতিযোগিতায় বিজয়ী হয় ওই বছরই।’
পাশাপাশি তিনি দাবি করেছেন, ‘সাহিত্যে ছদ্মবেশ ও পরিচয় বিভ্রান্তি নিয়ে অসংখ্য রচনা রয়েছে। উইলিয়াম শেক্সপিয়র থেকে রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত একাধিক বিশ^বিখ্যাত সাহিত্যিক এই বিষয়টি নিয়ে তাদের সাহিত্য সৃষ্টি করে গেছেন। তাদের দেখানো পথেই আমি হেঁটেছি। লাপাতা লেডিজ-এর ক্ষেত্রেও এই বিষয় অবলম্বনেই কাহিনি রচনা করেছিলাম।’
একই সঙ্গে তার দাবি, ‘আমাদের ছবির গল্প ১০০% খাঁটি। ছবির বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এই অভিযোগ শুধুমাত্র আমার কাজকে ছোট করেছে তাই নয় ছবির গোটা টিমকেও অপমানে বিদ্ধ করেছে।’
সম্প্রতি ‘বোরখা সিটি’ নামে মধ্যপ্রাচ্যের এক সিনেমার কিছু ক্লিপ ভাইরাল হয়। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত আরবের ওই ছবির গল্পটা খানিক মিলে যায় কিরণ পরিচালিত ‘লাপাতা লেডিজ’-এর সঙ্গে। ‘বোরখা সিটি’তে দেখানো হয়, মুখ ঢাকা থাকায় একজনের স্ত্রী বদল হয়ে যায়। আর তার পর থেকেই ওই ব্যক্তি হন্যে হয়ে বউয়ের খোঁজ করা শুরু করে। আর সেই ছবির ক্লিপ ভাইরাল হতেই বিতর্কের সূত্রপাত। কারণ ‘লাপাতা লেডিজ’-এর গল্পটাও ঠিক এরকমই।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button