আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১৬, ‘ভয়াবহ’ বন্যার আশঙ্কা

প্রবাহ ডেস্ক : যুক্তরাষ্ট্রের মধ্য-পূর্বাঞ্চলে মারাত্মক ঝড়ে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। জাতীয় আবহাওয়া পরিষেবা গত শনিবার আগামী দিনগুলোয় আকস্মিক ভয়াবহ বন্যার সতর্কতা জারি করেছে। সাম্প্রতিক দিনগুলোয় অঞ্চলটিতে বেশ কয়েকটি টর্নেডো হয়েছে। আরকানসাস থেকে ওহাইও পর্যন্ত বিস্তৃত এলাকায় ঝড়ের ফলে বহু ভবন-স্থাপনা ক্ষতিগ্রস্ত ও রাস্তাঘাট প্লাবিত হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে টেনেসি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যটির কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে রাজ্যের পশ্চিমাঞ্চলে ১০ জন মারা গেছে। রাজ্যের গভর্নর অ্যান্ডি বেশিয়ারের মতে, কেনটাকিতে বন্যায় এক শিশুসহ দুইজন প্রাণ হারিয়েছে। শিশুটি বন্যার পানির তোড়ে ভেসে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় গণমাধ্যমে শেয়ার করা ছবিতে বেশ কয়েকটি রাজ্যে ঝড়ের ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা গেছে। ঘরবাড়ি, গাছপালা ও বিদ্যুতের লাইন ভেঙে পড়ে গাড়ি উল্টে যেতে দেখা গেছে। জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) জানিয়েছে, গতকাল রোববার মধ্য-পূর্ব অঞ্চলের কিছু অংশে মারাত্মক ও ব্যাপক আকস্মিক বন্যার আশঙ্কা থাকায় জীবন ও সম্পত্তির চরম ঝুঁকি সম্পর্কে সতর্ক করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন ও কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়ের কারণে মিসৌরিতে দু’জন ও ইন্ডিয়ানাতে একজনের মৃত্যুর রেকর্ড করা হয়েছে। রাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ‘চলমান তীব্র আবহাওয়ায় আরকানসাসের লিটল রকের একটি বাড়িতে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃতদেহ পাওয়া গেছে।’ কেন্টাকির গভর্নর বেশিয়ার শনিবার সোশ্যাল মিডিয়ায় রাজ্যের বাসিন্দাদের ‘ভ্রমণ এড়িয়ে চলতে ও পানির ভেতর দিয়ে গাড়ি না চালানোর’ আহ্বান জানিয়েছেন। ট্র্যাকিং ওয়েবসাইটে জানানো হয়েছে, গতকাল রোববার ভোর পর্যন্ত আরকানসাস ও টেনেসিতে লক্ষাধিক গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় ছিল। গত শনিবার জাতীয় আবহাওয়া সংস্থা (এনডব্লিউএস) জানায়, গতকাল রোববার টেনেসি উপত্যকা ও লোয়ার মিসিসিপি উপত্যকার কিছু অংশে ‘মারাত্মক বজ্র ঝড়সহ’ মাঝারি থেকে তীব্র টর্নেডো তৈরি হতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button