জাতীয় সংবাদ

গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ

শিক্ষার্থী, সাধারণ মানুষ ও নাগরিক সমাজের রাজপথে প্রতিবাদ

প্রবাহ রিপোর্ট : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা ও নৃশংস হামলার প্রতিবাদে বাংলাদেশজুড়ে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় শিক্ষার্থী, পেশাজীবী, সাধারণ মানুষ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতীকী ধর্মঘট পালিত হয়। “ওয়ার্ল্ড স্টপস ফর গাজা”কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে দেশের বিশ^বিদ্যালয়গুলোতে ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা হয়। ঢাকা বিশ^বিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়, বুয়েট, জগন্নাথ বিশ^বিদ্যালয়, ব্র্যাক বিশ^বিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ^বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ আগেই ঘোষণা দিয়েছিল যে তারা ওইদিন কোনো একাডেমিক কার্যক্রম পরিচালনা করবে না। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন বিশ^বিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা মিছিল ও মানববন্ধনে অংশ নেন। তারা “ফ্রি ফিলিস্তিন”, “নো মোর ইসরায়েল” ইত্যাদি স্লোগান দেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শাহবাগ, সায়েন্স ল্যাব, এলিফ্যান্ট রোড, ঢাকা বিশ^বিদ্যালয় এলাকা, রাজু ভাস্কর্য এবং টিএসসি চত্বরে মিছিলের ঢল নামে। শিক্ষার্থীদের নেতৃত্বে মিছিল আসতে থাকে বিভিন্ন কলেজ ও বিশ^বিদ্যালয় থেকে। রাজপথে স্লোগান ওঠে, “ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে”, “ইনকিলাব ইনকিলাব, আল-আকসা জিন্দাবাদ”, “ইসরায়েল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক”। ঢাকা বিশ^বিদ্যালয়ের প্রশাসন জানায়, কর্মসূচির প্রতি সম্মান জানিয়ে সোমবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখা হয়। এদিকে বেগম বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীরা “শো ইসরায়েল দ্য রেড কার্ড”লেখা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে অংশ নেয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষক-শিক্ষার্থীরাও শহীদ মিনারে দাঁড়িয়ে বলেন, “গাজায় যা ঘটছে তা শুধু একটি রাজনৈতিক সংকট নয়, এটি চরম মানবিক বিপর্যয়।” বেলা সাড়ে ১১টার দিকে গুলশানে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করে একদল তরুণ। দূতাবাসের সামনের মহাসড়কে অবস্থান নেওয়ার ফলে সাময়িকভাবে যান চলাচলে বিঘœ ঘটে। নিরাপত্তার স্বার্থে পুলিশ ও সেনাবাহিনী মানবপ্রাচীর তৈরি করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। ঘটনাস্থলে ছিলেন ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা। বুয়েটের শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক একত্রে মানববন্ধনে বলেন, “এটি শুধু রাজনৈতিক নয়, এটি এক ভয়াবহ মানবিক বিপর্যয়।” বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, “এই মুহূর্তে শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানানো যথেষ্ট নয়, সময় এসেছে রাস্তায় দাঁড়াবার, সরব হবার। আমরা মানুষের পাশে দাঁড়াতে চাইÑমানবতার পাশে, নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে।”
জেলায় জেলায় প্রতিবাদ
পটুয়াখালী: সকাল থেকে শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পটুয়াখালী সার্কিট হাউজ মোড়ে জড়ো হতে শুরু করে। এ সময় মিছিল পূর্বে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল: প্রেস ক্লাবের সামনে থেকে বেলা সাড়ে ১১ টার দিকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের শহীদ মিনারে এসে শেষ হয়।
ভোলা: দুপুরে ভোলা সদর উপজেলার হেফাজতে ইসলামী বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের মহাজনপট্টি, খলিফা পট্টি মসজিদের সামনে থেকে বের হয়ে শহরের সদর রোড, বাংলা স্কুল মোড়, নতুন বাজার হয়ে একই স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়।
চাঁদপুর: সকাল থেকে চাঁদপুর শহর বিভিন্ন স্থানে রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন বিক্ষোভ মিছিল করছে। হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহর পদক্ষিণ করে শহরের শপথ চত্বর মোড়ে গিয়ে শেষ হয়।
দিনাজপুর: গাজা ও রাফায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে সকাল থেকে বিভিন্ন বিশ^বিদ্যালয়সহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা দিনাজপুরের গোর-এ শহীদ ময়দানে জড়ো হতে শুরু করে। দুপুর ১২ টার দিকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে দিনাজপুরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ফের গোর-এ শহীদ ময়দানের কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে সমবেত হন।
সুনামগঞ্জ: দুপুরে শহরের বিভিন্ন এলাকা থেকে যোহরের নামাজ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে প্রথমে জেলার আলফাত স্কয়ার পয়েন্টে জড়ো হন সর্বস্তরের মানুষ, ইমাম মোয়াজ্জিন পরিষদ ও শিক্ষার্থীরা। পরে সেখানে সবাই একত্রিত হয়ে সমাবেশের মাধ্যমে ফিলিস্তিনি গণহত্যা বন্ধের দাবিতে নানা স্লোগান দেওয়ার পাশাপাশি বিক্ষোভকারীরা সেখানে ইসরাইলের পণ্য নষ্ট করেন।
ঝিনাইদহ: বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহবাসীর ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। এসময় বিক্ষোভকারীরা কাফনের কাপড় পরে ও প্রতীকী লাশ কোলে নিয়ে বিক্ষোভ করেন।
বেরোবি: গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় বিক্ষোভ মিছিল বের করে বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের (বেরোবি) শিক্ষক-শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ বিশ^বিদ্যালয়ের প্রধান ফটকে বক্তব্যর মাধ্যমে শেষ হয়। এসময় বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী, বেরোবি রেজিস্ট্রার হারুন অর রশীদ ছাত্র উপদেষ্টা ইলিয়াস প্রামাণিক, ডিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সিলেট: ইসরায়েলি বাহিনীর চলমান ধ্বংসযজ্ঞের প্রতিবাদে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সিলেটে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। সকাল থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করে বিক্ষোভ করেন তারা।
হবিগঞ্জ: শহরের এম সাইফুর রহমান টাউন হলের সামনে থেকে দুপুর দেড়টায় বিক্ষোভ মিছিলটি বের হয়। শহর প্রদক্ষিণ শেষে মিছিলটি কোর্ট মসজিদের সামনে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সমন্বয়ক এনামুল হক সাকিবের নেতৃত্বে উক্ত বিক্ষোভে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
যশোর: দুপুরে শহরের দড়াটানা ভৈরব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে বিক্ষুব্ধ মানুষ। পরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যশোর ঈদগাহ মোড়ে গিয়ে শেষ হয়। সেখানেও প্রতিবাদী পথসভা অনুষ্ঠিত হয়।
নওগাঁ: সরকারি কলেজের শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১টার দিকে শহিদ ফাহমিন চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কলেজ চত্বর প্রদক্ষিণ করে কলেজের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে শিক্ষার্থীরা সেখানে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ করে।
কালীগঞ্জ (গাজীপুর): সকালে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ থেকে ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে পথ সভায় মিলিত হয়।
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ): বেলা সাড়ে ১১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদানি নগর হতে মিছিলে মিছিলে চিটাগাংরোড এসে মিলিত হন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
খাগড়াছড়ি: দুপুরে খাগড়াছড়িতে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরের মুক্তমঞ্চে সমাবেশ করে।
নাটোর: প্রেস ক্লাবের সামনে থেকে বেলা ১১টার দিকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে মিলিত হয়।
বেনাপোল: দুপুরে বেনাপোল ও নাভারণ সাতক্ষীরা মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।
কুমিল্লা: নগরীর কান্দিরপাড় এলাকায় স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মীরাসহ নানা শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভে অংশ নেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
নোয়াখালী: বেলা ১১টা থেকে শহরের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে মিছিল নিয়ে মাইজদীর প্রধান সড়কে জড়ো হয়ে অবরোধ করেন তারা। কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সংহতি প্রকাশ করে।
মেহেরপুর: গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা ও নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাধারণ জনগণ। বেলা সাড়ে ১০টার দিকে মেহেরপুর পৌরসভার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ভৈরব (কিশোরগঞ্জ): বেলা ১১ টায় ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড়ে সর্বস্তরের মুসলিম জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষে দুর্জয় মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে শেষ হয়।
লক্ষ্মীপুর: সকাল ৯ টার দিকে সর্বস্তরের জনগণের ব্যানারে শহরের উত্তর তেমুহনী এলাকায় লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে হরতাল পালন করতে দেখা যায়।
ঝালকাঠি: গাজায় ইজরাইলি হামলার প্রতিবাদে ঝালকাঠিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে তৌহিদি জনতা। তৌহিদি জনতার আহ্বানে জেলা শহরে হরতাল পালন করা হয়েছে। শহরের থানার অভ্যন্তরে জরুরি সেবা ব্যতীত সবধরনের ব্যবসাপ্রতিষ্ঠান ও গাড়ি চলাচল বন্ধ ছিল।
কুড়িগ্রাম: শহরের শাপলাচত্বর থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে ফিলিস্তিন সংহতির মিছিল। একই সময় কুড়িগ্রাম কৃষি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরাও এতে অংশ নেন।
ময়মনসিংহ: টাউন হল মোড়ে অনুষ্ঠিত বিক্ষোভে অংশ নেন সর্বস্তরের মানুষ। প্ল্যাকার্ডে লেখা ছিলÑ“গাজায় হত্যা বন্ধ কর”, “ইসরায়েলের বর্বরতার বিচার চাই”।
রাজবাড়ি: গোয়ালন্দ উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত হয় ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ। অংশগ্রহণ করে শত শত মানুষ। শেষে কোর্ট মাঠে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় ফিলিস্তিনের শহীদদের স্মরণে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button