স্থানীয় সংবাদ

ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক নগর গঠনে অংশীজনদের সাথে কেসিসির সভায়

স্টাফ রিপোর্টার ঃ খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মো: ফিরোজ সরকার বলেছেন, সাম্য ও জনঅন্তর্ভুক্তিমূলক নগর গঠনে সকল ক্ষেত্রে দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। এককভাবে চিন্তা না করে সার্বিক কল্যাণের বিষয়ে গুরুত্ব দিয়ে প্রশাসন ও জনগণ পরস্পর পরস্পরকে সহযোগিতা করার মনোভাব গড়ে তুলতে হবে। নাগরিক সচেতনতা এবং আইনের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমেই একটি সাম্য ও জনঅন্তর্ভুক্তিমূলক নগর গড়ে তোলা সম্ভব বলে তিনি উল্লেখ করেন। কেসিসি প্রশাসক বুধবার সকালে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে ‘‘ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক নগর’’ বিনির্মাণে অংশীজনদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। সকলের জন্য নিরাপদ, সকল সেবামূলক কার্যক্রম এবং অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে জনআকাঙ্খা অন্তর্ভুক্ত, পাশাপাশি বসবাসের জন্য সকল লিঙ্গের মানুষের মধ্যে বন্ধুভাবাপন্ন মনোভাব তৈরী এবং নগর উন্নয়নের সিদ্ধান্তে সকলের মতামতের প্রতিফলন ঘটানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। সভায় বক্তারা বলেন, মতবিনিময় নয়, এখন সময় মত বাস্তবায়নের। সে লক্ষ্যে বক্তারা পুকুর ভরাট বন্ধ, জলাধার আইন বাস্তবায়ন, বিশুদ্ধ পানির সরবরাহ, রাজনৈতিক সদিচ্ছা তৈরি, অবৈধ যান নিয়ন্ত্রণ ও শিাপ্রতিষ্ঠান সংক্রান্ত পরিকল্পনার প্রয়োজনীয়তা তুলে ধরেন। ডাব্লিউবিবি ট্রাস্টের নির্বাহী পরিচালক সাইফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মানিত আলোচক হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মিলন শাহা, খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার ত. ম. রোকনুজ্জামান, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মুনতাসীর মামুন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনিসুল হক, কুয়েটের সহকারী অধ্যাপক তুষার কান্তি ও সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা মাসুদুর রহমান।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button