রূপসা এলাকার কুচক্রি মহলের ষড়যন্ত্র থেকে রেহাই পেতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগরীর রূপসা এলাকার কুচক্রি মহলের ষড়যন্ত্র থেকে মো: ইয়াকুব মোল্লা রেহাই পেতে সংবাদ সম্মেলন করেছেন তার ভাই মো: ইউসুফ মোল্লা। গতকাল সকালে খুলনা প্রেসসক্লাবে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে মো: ইউসুফ মোল্লা বলেন, তার ভাই ইয়াকুব মোল্লা বিএনপির রাজনীতির সাথে জড়িত। দলের প্রতি অনুগত থাকায় তাকে নগরীর ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক করা হয়। কিন্তু বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় থেকেই তার ভাই ইয়াকুব মোল্লা প্রচ- ভাবে ষড়যন্ত্রের শিকার। এলাকার একটি কুচক্র মহল আমার ভাইয়ের প্রতি ঈশান্বিত হয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে। তারই অংশ হিসেবে ফ্যাসিস্ট সরকারের আমলে আমার ভাইয়ের বিরুদ্ধে ১৭টি নাশকতার মামলা দায়ের হয়। সেই মামলার পর থেকে ইয়াকুব ব্যবসায়ীক, আর্থিক ও সামাজিকভাবে চরম ক্ষতির মধ্যে পড়ে। ষড়যন্ত্রকারীরা তার ব্যবসা বানিজ্য দখল করার জন্য এই সব মামলা দায়ের করে। তাদের লক্ষ্য ছিলো তাকে বছরের পর বছর জেলে রাখা। একের পর এক তাকে বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়। কিন্তু সেই ষড়যন্ত্রকারীর আবারও চক্রান্ত করা শুরু করেছে। ঈদের আগেই তাকে গ্রেফতার করে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। যেভাবে আমার ভাইকে নির্যাতন করেছে, এখন তারা সেভাবে নির্যাতন করতে চাচ্ছে। তাকে একের পর এক মামলা দিয়ে কারাগারে পাঠিয়ে দিচ্ছে। সেই ষড়যন্ত্রকারী এখন ভোল পাল্টে আমার ভাইয়ের পেছনে চক্রান্ত করছে বলে তিনি সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।