দৌলতপুরে ৩টি কেন্দ্রে শান্তিপূর্নভাবে পরীক্ষা সম্পন্ন

# এসএসসি পরীক্ষা- ২০২৫ #
# ৩টি কেন্দ্রে প্রথম দিনে অনুপস্থিত ১৫ জন শিক্ষার্থী, বহিষ্কার নেই #
# কেন্দ্রগুলো জরুরী অবস্থার আওতায় ছিল, কেন্দ্র পরিদর্শনে নির্বাহী ম্যাজিস্ট্রেট #
মো. আশিকুর রহমান : দেশের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মতো যশোর বোর্ডের অধীনেও চলতি বছরের এসএসসি পরীক্ষা বৃহস্পতিবার (১০ এপ্রিল) শুরু হয়েছে। সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত প্রথম দিনে বাংলা (আবশ্যিক) ১ম পত্র পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ন ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়। ওই ধারাবাহিকতায় খুলনা নগরীর গুরুত্বপূর্ন উপশহর দৌলতপুরেরও তিনটি কেন্দ্র সরকারি দৌলতপুর মুহসীন মাধ্যমিক বিদ্যালয়, দৌলতপুর মুহসীন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও আফিল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম দিনে বাংলা (আবশ্যিক) ১ম পত্র পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ন ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়। একই সাথে কেন্দ্র সংলগ্ন এলাকা ১৪৪ ধারা (জরুরী অবস্থার) আওতায় ছিল। নিরাপত্তা রক্ষার্থে আইন-শৃঙখলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে ছিলেন। জেলা প্রশাসন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, যশোর বোর্ডের বিদ্যালয় পরিদর্শকবৃন্দ, কলেজ পরিদর্শকবৃন্দ, কেন্দ্র পরিদর্শন ও তদারকি করেছেন বলে নিশ্চিত করেছেন স্ব-স্ব কেন্দ্রের সচিবগন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ বছর সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে (খুলনা- ২০৩)- রোটারী স্কুল, দৌলতপুর মুহসীন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয় ও মধ্যডাঙ্গা আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ের ৩০০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করা কথা থাকলে অনুপস্থিত ছিলেন ৪ জন। দৌলতপুর মুহসীন মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে (মুহসিন-৪৬৮)- আফিল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, মহেশ^রপাশা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও আড়ংঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের ২২৯ জন, বিশেষ পরীক্ষার্থী ২ জন, অনুপস্থিত ছিলেন ২ জন এবং আফিল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে (পাবলা- ৪৬৭ ও কারিগরি- ৩৫০১৫)- সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়, বর্ডার গার্ড পাবলিক স্কুল, দৌলতপুর মুহসীন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, শের-ই-বাংলা মাধ্যমিক বিদ্যালয়, শেখ আব্দুল ওহাব মাধ্যমিক বালিকা বিদ্যালয়, দেয়ানা মাধ্যমিক বিদ্যালয় ও বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের নিয়মিত ৩৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৪ জন এবং কারিগরি শাখার নিয়মিত ১৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৫ জন। ওই ৩টি কেন্দ্রে মোট ১ হাজার ৯০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করা কথা থাকলে অনুপস্থিত ছিলেন ১৫ জন শিক্ষার্থী।
দৌলতপুর মুহসীন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরীক্ষার্থী নাফিসা রহমান মিমি জানান, খুব ভালো পরীক্ষা হয়েছে। পরীক্ষার পরিবেশ সন্তোষ জনক। যথা সময়ে পরীক্ষা শুরু এবং শেষ হয়েছে। মনোযোগ দিয়ে পরীক্ষায় দিয়েছি। সকল প্রশ্নের উত্তর সম্পন্ন করেছি। আশাকরি ভালো ফলাফল করে বাবা-মায়ের মুখ উজ্জ্বল করবো।
রোটারী স্কুলের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী সাদিয়া ইসলাম মুক্তা জানান, এতো বড় একটা প্লাটফর্মে পরীক্ষা দেওয়া একটু নারভার্স তো ফিল করতে হয়। ওভার অল আলহামদুল্লিাহ পরীক্ষা ভালো হয়েছে। পরীক্ষার পরিবেশ ভালো ছিল।
অভিভাবক তানিয়া সুলতানা জানান, মেয়ে এবার বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিচ্ছে। সরকারি মুহসিন স্কুলে কেন্দ্র পড়েছে। অভিভাবক হিসাবে মাথায় তো একটু চিন্তা আসবে স্বাভাবিক। আশাবাদী মেয়ে ভালো ফলাফল উপহার দিতে সক্ষম হবে, বাকিটা আল্লাহ ভরসা। পরীক্ষা কেন্দ্রের পরীক্ষা বিগত দিনগুলো থেকে খুবই সুন্দর। সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে প্রথম দিনের পরীক্ষা শেষ হয়েছে।
অভিভাবক নাদিম জানান, মেয়ে সরকারি মুহসীন মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছে। মেয়ের প্রতি পূর্ন ভরসা আছে ভালো রেজাল্ট করবে। তারপরও ভয় তো একটু পেতেই হয়। একটি বিষয় খুব ভালো লেগেছে, অন্যবারের তুলনায় এবার পরীক্ষা কেন্দ্রের এলাকা কঠোর নিরাপত্তা ও জরুরী অবস্থার আওতায় রাখা হয়েছে। চোখে পরার মতো আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত ছিল। সবমিলিয়ে সুন্দর পরিবেশে , শান্তিপূর্ন পরিবেশে বাচ্চারা পরীক্ষা দিয়েছে।
এ বিষয়ে বুধবার (৮ এপ্রিল) দৌলতপুর মুহসীন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব শহিদুল ইসলাম জোয়ার্দ্দার জানান, গতকাল থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনে বাংলা (আবশ্যিক) ১ম পত্র পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ন ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়। পরীক্ষা কেন্দ্র সংলগ্ন এলাকা ১৪৪ ধারা (জরুরী অবস্থার) আওতায় ছিল। নিরাপত্তা রক্ষার্থে আইন-শৃঙখলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে ছিলেন। জেলা প্রশাসন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, যশোর বোর্ডের বিদ্যালয় পরিদর্শকবৃন্দ, কলেজ পরিদর্শকবৃন্দ, কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন। আমার কেন্দ্রে ৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। এছাড়া কোনো শিক্ষার্থী বহি:ষ্কৃতও হয়নি। আশাবাদী বাকি পরীক্ষা গুলোও সুষ্ঠু, শান্তিপূর্ন ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, এবছর খুলনায় ভোকেশনাল, দাখিল ও এসএসসি সব মিলিয়ে এবারে ২৭ হাজার ৫শ’ ৯৭জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। গত বছরের পরীক্ষায় ২৯ হাজার ৫শ’ ৪৫ জন পরীক্ষার্থী অংশ নেয় বলে তথ্যসূত্রে জানা গেছে।