যশোরে যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতনের মামলা স্বামী গ্রেফতার

যশোর ব্যুরো ঃ যৌতুক লোভী শরিফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা সদর উপজেলার হাটবিলা গ্রামের আসামীর বাড়ি হতে তাকে গ্রেফতার করে। সে ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। গত ৯ এপ্রিল বিকালে কোতয়ালি থানায় গৃহবধু মোছাঃ রেশমা বেগম ওরফে ময়নার দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলায় শরিফুল ইসলাম,শ^াশুরী মোছাঃ হাজেরা বেগম ও শ^শুর রফিকুল ইসলামকে আসামী করে মামলা দায়ের করেন। উক্ত মামলায় গৃহবধূর স্বামী শরিফুল ইসলামকে গ্রেফতার করেন পুলিশ। শুক্রবার ১১ এপ্রিল তাকে আদালতে সোপর্দ করা হয়। মামলা সূত্রে জানাগেছে, গৃহবধূর সাথে ১৮ বছর পূর্বে শরিফুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতন করায় গৃহবধূ তার পিতার বাড়ি হতে স্বামীকে একটি মোটর সাইকেল কেনার টাকাসহ বিভিন্ন মালামাল এনে দেয়। পররবর্তীতে পুনরায় বাড়ির জলছাদ করার জন্য ১লাখ টাকা যৌতুক দাবি করে গৃহবধূকে নির্যাতন শুরু করে। স্বামী তার মা ও বাবার প্ররোচনায় নির্যাতন করে এমন অভিযোগে মামলা করেন।