নড়াইলে সুপার ব্রিকসের টিকিট মাস্টার ও আফতাব গ্রুপের সদস্য ফরিদকে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার ঃ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের কালিয়া থানাধীন কাঞ্চনপুর গ্রামে সুপার ব্রিকসের টিকিট মাস্টার ও আফতাব গ্রুপের সদস্য ফরিদ মোল্লা (৪০) কে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এঘটনায় সাথে থাকা আরও ৪ জন আহত হয়েছে। আহত ওই ৪ জনের মধ্যে ২জন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে আর বাকী ২জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। শুক্রবার জুম্মা নামাজের আগমূহুর্তে কাঞ্চনপুর গ্রামস্থ ফরিদ মোল্লার বাসার সামনে এঘটনা ঘটে। নিহত ফরিদ কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা মৃত সুরত মোল্লার ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইলের কাঞ্চনপুর গ্রামে জুম্মা নামাজের আগমূহুর্তে নিজ বাসার সামনে ফরিদ মোল্লাকে পিটিয়ে গুরুতর আহত করে বিপুল মোল্লা ও মিলন মোল্লার লোকজন। ওই সময় সাথে থাকা আরও ৪ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় ফরিদ মোল্লাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। আহত হওয়া বাকী ৪ জনকে খুলনা মেডিকেলে ভর্তি করা হলে অবস্থা আশঙ্কা জনক হওয়ায় ২ জনকে উন্নত চিকিৎসার জন্য্য ঢাকায় নিয়ে গেছে।