স্থানীয় সংবাদ
নৌবাহিনীর অভিযানে কুতুবদিয়ায় দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ১ জন আটক

আইএসপিআর ঃ দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে দেশের দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়োজিত রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে কুতুবদিয়া উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের আকবর বলী পাড়া নামক এলাকায় একটি বাড়িতে অবৈধ অস্ত্রের সন্ধানে অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী। অভিযানে দিল মোহাম্মদ রায়হান নামক একজন ব্যক্তিকে আটক করা হয়। এসময় তার বাড়ি তল্লাশি করে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র (শর্ট গান), ৩ রাউন্ড তাজা গোলা ও ৩টি দেশিও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পরবর্তীতে জব্দকৃত অস্ত্র ও গোলাসহ আটককৃত ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়।