জাতীয় সংবাদ

বিচার বিভাগের প্রয়োজনীয় সব সংস্কার করা হবে: আইন উপদেষ্টা

প্রবাহ রিপোর্ট : আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তী সরকারের আমলেই বিচারক সংকট নিরসন, অবকাঠামোগত উন্নয়নসহ বিচার বিভাগের প্রয়োজনীয় সব সংস্কার করা হবে। গতকাল শনিবার সকালে বান্দবান জেলা ও দায়রা জজ আদালত সম্প্রসারণের জন্য ভবন নির্মাণের জায়গা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা। আইন উপদেষ্টা এ সময় বলেন, ‘প্রতিটি জেলায় এজলাস সংকট বিচারক, সংকট এগুলো কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা অন্তর্বর্তী সরকারের আমলেই এগুলোর সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। ভবন নির্মাণের জায়গা পরিদর্শন শেষে উপদেষ্টা বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের মিলনায়তনে বিচারক ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। উল্লেখ্য, গত শুক্রবার আইন উপদেষ্টা দুই দিনের সফরে পার্বত্য জেলা বান্দরবানে আসেন। এ সময় তিনি নীলগিরি পর্যটন কেন্দ্রে রাত্রিযাপন করেন। পরে গতকাল শনিবার জজ কোর্টের ভবন নির্মাণের জায়গা পরিদর্শন শেষে ঢাকায় ফিরে যাবেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button