গণহত্যার প্রতিবাদে শিরোমনিতে সার্চ মানবাধিকারের বিক্ষোভ মিছিল

# ফিলিস্তিনে বর্বরোচিত হামলা #
স্টাফ রিপোর্টার ঃ দখলদার ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের নিরীহ, নিরস্ত্র, নারী, শিশু সহ মুসলিমদের উপর বর্বরোচিত হামলা এবং নৃশংস পৈশাচিক গণহত্যার প্রতিবাদে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ খুলনা মহানগর ও খানজাহান আলী থানা শাখার উদ্যোগে গতকাল সন্ধ্যায় শিরোমণি খুলনা যশোর মহাসড়কে বিক্ষোভ মিছিল ও ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সার্চ মানবাধিকার সোসাইটির খুলনা বিভাগীয় কমিটির সভাপতি এ এইচ এম শাহীন ও খানজাহান আলী থানা কমিটির সভাপতি মোঃ রবিউল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন- ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মিনা মুরাদ হোসেন, সাবেক যুগ্ম আহবায়ক মোঃ জাহিদুল ইসলাম, সার্চ মানবাধিকার সোসাইটির খুলনা বিভাগীয় কমিটির সিঃ সহ-সভাপতি ইফতেখায়রুল আলম বাপ্পি, সাধারণ সম্পাদক এস এম ইলিয়াস হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কালাম আজাদ, খানজাহান আলী থানা কমিটির সাধারণ সম্পাদক- মোঃ নাজমুল হক অয়ন, সিঃ সহ-সভাপতি মোঃ আসাদুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা- ইসরাত জাহান,সহ- সম্পাদিকা- তাসপিয়া মিতু, সার গোডাউন সিবিএ নেতা সাইফুল ইসলাম, জুট স্পিনার্স শ্রমিক নেতা নওয়াব আলী, আশা,মোঃ ইকবাল, এছাড়াও মোঃ সাহেব আলী, শেখ হায়দার, পলাশ,সবুর,মুরাদ, রনি,দিদার, মোঃ রাজিব গাজী,, কবির,আরিফ,মেহেদী হাসান,আলামিন,নাঈম মল্লিক, মিল্টন, জাবের,মেহেরাব,শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, হুমায়ুনসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ বিক্ষোভ সমাবেশে যোগদান করেন।