বিএনপির একাধিক অফিস ভাংচুর মামলায় ১১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খালেদ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার ঃ খুলনা সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাইমুল ইসলাম খালেদ(৩৫) কে গ্রেফতার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সে খালিশপুর পিপলস নিউ কলোনীর বাসিন্দা মৃত হারুন অর রশিদের ছেলে এবং কেসিসি’র ১১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। নগর ডিবির ওসি মো: তৈমুর ইসলামের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে কেএমপি’র খালিশপুর থানার এফআইআর নং-১১, তারিখ- ৩০ আগস্ট,মামলার আসামি। ২০২৪; জি আর নং-২৬১, তারিখ- ৩০ আগস্ট, ২০২৪; ধারা- সে এজাহারে অভিযুক্ত আসামী। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মোট চারটি মামলা রয়েছে। গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যাহত করতে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গ্রেফতারের বিষয়ে নগর ডিবির ওসি তৈমুর ইসলাম নিশ্চিত করে বলেন, তাকে বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। তবে অন্য একটি সূত্র জানায়, খালেদ তার শ্বশুর বাড়ি ন’পাড়া থেকে আসার সময় সিএনজি থেকে গোয়ালখালি পৌছালে পুলিশ তাকে গ্রেফতার করে। এলাকাবাসী জানায়, গ্রেফতারকৃত খালেদ ভোট ডাকাতির মাধ্যমে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তিনি জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন ঠেকাতে আওয়ামী সন্ত্রাসী গ্রুপের সামনের সারিতে ছিলেন। সাবেক কাউন্সিলর খালেদ ১১নং ওয়ার্ড আ’লীগের সহ-সভাপতি। এছাড়া ছাত্র-জনতা আন্দোলন ঠেকাতে আ’লীগের গড়ে তোলা আন্দোলন দমন কমিটির ১১নং ওয়ার্ডের সাঃ সম্পাদক। ওই কমিটির সভাপতি ১১নং ওয়ার্ড আ’লীগের সভাপতি জাকির হোসেন। তার আপন চাচা গিয়াস উদ্দীন খালিশপুর থানা আ’লীগের জয়েন্ট সেক্রেটারি। তিনি সাবেক আবু নাসের হাসপাতাল বর্তমানে বিশেষায়ীত হাসপাতালের আউট সোর্সিং ঠিকাদার ছিলেন। তিনি আউট সোর্সিং কাজ দিয়ে হাসপাতালে যুবলীগ-ছাত্রলীগকে পূর্নবাসন করেন বলে অভিযোগ রয়েছে। এসব যুবলীগ-ছাত্রলীগ দিনের পর দিন হাসপাতালে কাজ না করেই বেতন তুলে নিতেন। তার অন্যতম সহায়ক ছিলেন এই খালেদ। খালেদ মিলগুলোতে তেল সরবরাহ করতেন। খালি তেলের লরী মিলের ভিতরে প্রবেশ করে কোন তেল না সরবরাহ করেই কতিপয় অসাধু কর্মকর্তাদের সহায়তায় তিনি বিল তুলে নিতেন। মিল ধ্বংসকারী আ’লীগ নেতাদের মধ্যে খালেদ অন্যতম একজন বলে শ্রমিকরা জানান। যার তেল সরবরাহ কাজ এখন চলছে। তবে বিএনপি নেতা ও ছাত্রদল নেতাদের ঘাড়ে উঠে এ ব্যবসা তিনি এখনও টিকিয়ে রেখেছেন বলে সূত্রটি জানায়। পিপলস পাঁচতলা কলোনীতে বসাবাসকারী এক ছাত্রদল নেতা সরাসরি এই তেলের গাড়িগুলো পরিচালনা করেন। সম্প্রতি নিউজপ্রিন্ট মিল সংলগ্ন নতুন করে গড়ে তোলা বিশাল গ্যাস কোম্পানীতে তেল সরবরাহ করতে গিয়ে তেল কম দেয়া নিয়ে নানা আলোচনায় খালেদের তেলের গাড়ির নাম উঠে আসে। যদিও পরে পতিত সরকারের দোসরদের দৌড়ঝাপে তা ধামাচাপা পড়ে যায়।


