স্থানীয় সংবাদ
নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নব বর্ষ উদযাপন

খবর বিজ্ঞপ্তিঃ ১৪ এপ্রিল, পহেলা বৈশাখ। বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতিকে বুকে লালন ও ধারন করে নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে খুলনায় উদযাপন করা হলো শুভ বাংলা নববর্ষ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা ছিল নাহিয়ান যুব মহিলা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সকল সদস্যরা। ফাউন্ডেশনের অন্যতম সমন্বয়ক ফারজানা নাহার এর নিজস্ব প্রতিষ্ঠােন “ভোজন বিলাস” এর উদ্বোধনী দিনে এই রেস্তোরাঁয় এক জমকালো বাঙালি ভোজের আয়োজন করা হয় নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর চেয়ারপার্সন শায়লা আজীমের পক্ষ খেকে। পান্থা ভাত,ইলিশ, বিভিন্ন প্রকার ভর্তা, ফিন্নি পায়েস,মিঠাই মন্ডা সহ মুখোরোচক খাবারের সমারোহে ফারজানার ভোজন বিলাস রেস্তোরাঁয় নাহিয়ানের সকল সদস্যরা বাংলা নববর্ষকে বরন করে নেয়।


