দৌলতপুরে জুয়া বন্ধে পুলিশ কঠোর অবস্থানে

# বিশেষ অভিযানে ৫ জুয়ারী আটক, নগদ অর্থসহ জুয়ার সরঞ্জামাদি জব্দ, মামলা #
# জুয়ার সাথে সম্পৃক্তদের কোনো ছাড় দেওয়া হবে না : ওসি দৌলতপুর #
স্টাফ রিপোর্টার : খুলনা নগরীর দৌলতপুর থানাধীন রেলিগেট বাজার মোড়স্থ জনৈক ইউনুসের টিনশেড বিল্ডিং ঘরের মধ্যে জুয়ার খেলারত অবস্থায় সোমবার (১৪ এপ্রিল) রাতে দৌলতপুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ঘটনাস্থল হতে ৫ জুয়ারীকে আটকসহ নগদ অর্থ ও জুয়া খেলার সরঞ্জামাদী জব্দ করেছে। গ্রেফতারকৃত আসামীরা হলেন, দৌলতপুর থানাধীন রেলিগেট এলাকার বাসিন্দা মৃত: আ: রশিদের পুত্র মোঃ আঃ কাদের সরদার (৫০), একই এলাকার বাসিন্দা মৃত: জিন্নাত চৌকিদারের পুত্র মোঃ ইউনুচ চৌকিদার (৫২), দৌলতপুর থানাধীন পালপাড়া এলাকার বাসিন্দা মোঃ কাশেম বেপারীর পুত্র মোঃ নাছির বেপারী (৩৬), দৌলতপুর থানাধীন রেলিগেট এলাকার বাসিন্দা মৃত: দুলাল রায়ের পুত্র আকাশ রায় (৪৫) ও দৌলতপুর থানাধীন পালপাড়া এলাকার বাসিন্দা মোঃ আব্দুল মান্নান হাওলাদারের পুত্র মোঃ সোহেল রানা (৩৫)। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মঙ্গলবার (১৫ এপ্রিল ) জুয়া আইনে মামলা রুজু করা হয় (মামলা নং-৫)। একই দিন দুপুরে গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে, বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানা অফিসার ইনর্চাজ মীর আতাহার আলী। একই সাথে দৌলতপুর থানাধীন এলাকায় জুয়ার সাথে সম্পৃক্তদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও কঠোর হুশিয়ারী দেন এই কর্মকর্তা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার (১৪ এপ্রিল) রাতে দৌলতপুর থানা পুলিশের সদস্যরা বিশেষ অভিযান চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রেলিগেট বাজার মোড়স্থ জনৈক ইউনুসের টিনশেড বিল্ডিং ঘরের মধ্যে জুয়ারীরা জুয়া খেলছে। এমন তথ্যের ভিত্তিতে পুলিশের সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে ওই ঘটনাস্থল হতে ৫ জুয়ারীকে আটকসহ নগদ ২ হাজার ৫ শত ২০ টাকাসহ ৭ সেট প্লেয়িং কার্ড (তাস) জব্দ করেন। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মঙ্গলবার (১৫ এপ্রিল ) সংশ্লিষ্ট থানার এসআই দিবস কুমার মৃধা বাদী হয়ে জুয়া আইনে মামলা দায়ের করছেন। একই দিনে দুপুরে গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর আতাহার আলী জানান, দৌলতপুর থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে নিয়মিত টহল, মাদক বিরোধী অভিযানের পাশাপাশি জুয়ার বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। ওই ধারাবাহিকতা আমাদের বিশেষ অভিযান চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সোমবার রাতে রলিগেট বাজার মোড়স্থ জনৈক ইউনুসের টিনশেড বিল্ডিং ঘরের মধ্যে জুয়ারীরা জুয়া খেলছে। এমন তথ্যের ভিত্তিতে আমাদের সদস্যরা অভিযান পরিচালনা করে ঘটনাস্থল হতে ৫ জুয়ারীকে আটকসহ নগদ অর্থ ও জুয়া খেলার সরঞ্জামাদী জব্দ করে। আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো জানান, জুয়ার বিরুদ্ধে আমরা শক্ত অবস্থানে থাকবো। দৌলতপুর থানাধীন এলাকায় জুয়ার সাথে সম্পৃক্তদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও কঠোর হুশিয়ারী দেন এই কর্মকর্তা। উল্লেখ্য, উল্লেখিত স্থানটিতে দীর্ঘদিন ধরে এই জুয়া খেলা পরিচালিত হয়ে আসছে বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে। জুয়ার বিরুদ্ধে পুলিশের এমন ধারাবাহিক অভিযানকে সুশীল সমাজের ব্যক্তিবর্গ সাধুবাদ জানিয়েছেন।


