স্থানীয় সংবাদ
খুলনায় মাদ্রাসা ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার ঃ
খুলনার জেলার বটিয়াঘাটায় মাদ্রাসা ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে মৃত আ: সোবহানের ছেলে মিজানুর রহমান খোকন (৫০) এবং মৃত আনিছ গাজীর পুত্র মো: রুবেল গাজী (২৭)। রোববার (২০ এপ্রিল) রাতে বটিয়াঘাটা পুলিশ তেতুলতলা এলাকা হতে তাদের গ্রেফতার করেন।
বটিয়াঘাটা থানার বলেন, ধর্ষিতা একটি মাদ্রাসার ৮ম শ্রেনীর ছাত্রী। গত ১৯ এপ্রিল রাত সাড়ে ৮টায় ওই ছাত্রী দোকানে বিস্কুট কিনতে গেলে গ্রেফতারকৃত মিজানুর রহমান খোকন ও মোঃ রুবেল গাজীসহ এজাহারনামীয় মোঃ রিপন তালুকদার মিলে তাকে পালাক্রমে ধর্ষণ করে। এই ঘটনায় বটিয়াঘাটা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের হয় এবং গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।