আন্তর্জাতিক

ফ্রান্সে মসজিদে ঢুকে নামাজরত ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা

প্রবাহ ডেস্ক : ফ্রান্সের দক্ষিণে গার্ড অঞ্চলের লা গ্র্যান্ড-কম্ব গ্রামে গত শুক্রবার মসজিদে হামলা চালিয়ে নামাজরত এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। হত্যাকারী উপর্যুপরি ছুরিকাঘাতের পর চিৎকার করে ইসলামের বিরুদ্ধে অশালীন মন্তব্যও করে এবং নিজের মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করে। গত শনিবার ফরাসি প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বেরু এ ঘটনার নিন্দা করেছেন। পুলিশ খুনিকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এক্স-পোস্ট বেরু লিখেছেন, ‘গতকাল একজন নামাজীকে হত্যা করা হয়েছে।’ ‘এক ভিডিওতে ইসলামবিদ্বেষী নৃশংসতা প্রদর্শিত হয়েছে।’ ফরাসি প্রধানমন্ত্রী আরও লিখেছেন ‘আমরা ভুক্তভোগীর প্রিয়জনদের ও শোকার্তদের পাশে আছি। খুনিকে গ্রেপ্তার ও তার শাস্তি নিশ্চিত করার জন্য রাষ্ট্রীয় সম্পদ কাজে লাগানো হচ্ছে।’ গত শনিবার সকালে তদন্তকারীরা বলেন, তারা ওই হত্যাকা-কে একটি ইসলাম-বিদ্বেষী অপরাধ হিসেবে বিবেচনা করছেন। অপরাধীর ফোন দিয়ে ধারণ করা ভিডিও ফুটেজটিতে, মুসলিম লোকটিকে যন্ত্রণায় কাতরাতে দেখা গেছে। ভিডিওটি অন্য একজনের কাছে পাঠালে পরে সেটি একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করে তা মুছে ফেলা হয়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে হত্যাকা-টি দেখানো হয়নি, তবে মসজিদের ভেতরের নিরাপত্তা ক্যামেরায় ধারণ হয়েছে। তার নিজের ফুটেজে খুনিকে ক্যামেরাগুলো লক্ষ্য করে বলতে শোনা যায়, ‘আমাকে গ্রেপ্তার করা হবে, এটা নিশ্চিত।’ নাম প্রকাশে অনিচ্ছুক অন্য একটি সূত্র এএফপিকে জানায়, সন্দেহভাজন অপরাধীকে গ্রেপ্তার করা হয়নি। তবে তাকে বসনিয়ার বংশোদ্ভূত একজন অমুসলিম ফরাসি নাগরিক হিসেবে শনাক্ত করা হয়েছে। প্রসিকিউটর গ্রিনি বলেন, ওই ব্যক্তিকে জোর দিয়ে খোঁজা হচ্ছে। বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button