বিনোদন

অবশেষে ‘তাণ্ডবে’ শাকিবের নায়িকা হচ্ছেন সাবিলা নূর

প্রবাহ বিনোদন : রায়হান রাফীর পরিচালনায় ঈদুল আযহার ‘তা-ব’ সিনেমায় ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের নায়িকা হচ্ছেন সাবিলা নূর। এক সংবাদমাধ্যমে এই খবর প্রথম প্রকাশ করে গেল ২৬ মার্চ। তবে সেসময় সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-এসভিএফ বাংলাদেশ এই খবরের সত্যতা অস্বীকার করে। এরপর গেল ৯ এপ্রিল ওই সংবাদমাধ্যম সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্রে আরও জানায়, সিনেমাটির নায়িকা নিয়ে জটিলতা সৃষ্টি হয়ে। সেই প্রতিবেদনে দাবি করা হয়, নায়িকা জটিলতায় ৮ এপ্রিলের শুট হয়নি। অবশেষে, অবশেষে নিশ্চিত হওয়া গেল ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরই হচ্ছেন ‘তা-ব’-এ শাকিবের নায়িকা। আর এ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় অভিষিক্ত হতে যাচ্ছেন আলোচিত অভিনেত্রী সাবিলা নূর। সাবিলার বিষয়টি প্রকাশ্যে এসেছে শুটিং চলাকালীন গত সোমবার দুপুরে লিক হওয়া কয়েক সেকেন্ডের ফুটেজে! জানা যায়, ঢাকার এফডিসির পর উত্তরবঙ্গের কোনো এক লোকেশনে শাকিব-সাবিলা শুটিং করছেন। সিনেমাটির এক প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে আরও জানা যায়, দেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে ‘তা-ব’ সিনেমার গল্প। সিনেমাটির বিশেষ একটি চরিত্রে কাজ করছেন জয়া আহসান। এছাড়া সিনেমাটিতে মাত্র ৪০ সেকেন্ডের একটি ক্যামিও দিতে পারেন ঢালিউডের আরেক চিত্রনায়ক শরিফুল রাজ। ‘তা-ব’ এর গল্প রায়হান রাফীর নিজের। পরিচালকের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন আদনান আদিব খান। আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাবে ‘তা-ব’।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button