খেলাধুলা

রিশাদের রেকর্ডের দিনে হারের মুখ দেখলো লাহোর

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাংলাদেশি বোলার হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড করেছেন রিশাদ হোসেন। সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদকে টপকে এই রেকর্ড করেছেন তিনি। গত রোববার করাচি কিংসের বিপক্ষে মাঠে নামে রিশাদের দল লাহোর কালান্দার্স। এই ম্যাচেই দুর্দান্ত রেকর্ডটি নিজের নামের পাশে লিখে নেন রিশাদ। এ ম্যাচের আগে বাংলাদেশিদের মধ্যে যুগ্মভাবে সর্বোচ্চউইকেটশিকারী ছিলেন মাহমুদউল্লাহ, সাকিব ও রিশাদ। সবারই তখন উইকেট ছিল সমান ৮টি। কিন্তু রোববার ১ উইকেট শিকার করে রিশাদের ঝুলিতে জমা পড়েছে মোট ৯ উইকেট। রিশাদ ৯ উইকেট শিকার করেছেন মাত্র ৫ ম্যাচে। অন্যদিকে ৮ উইকেট শিকার করতে মাহমুদউল্লাহর ৯ আর সাকিবের লেগেছিল ১৪ ম্যাচ। তবে রিশাদের রেকর্ড গড়ার দিনে লড়াকু পুঁজি নিয়েও হেরেছে লাহোর। গাদ্দাফি স্টেডিয়ামে বৃষ্টির কারণে ডিএলএস মেথডে খেলা নামিয়ে আনা হয়েছিল ১৫ ওভারে। আগে ব্যাট করে ৮ উইকেটে ১৬০ রান করে লাহোর। জবাবে ১৪.৩ ওভারে ৪ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে করাচি। এই ম্যাচে রিশাদ আউট করেন মারকুটে জেমস ভিন্সকে। তাকে সিকান্দার রাজার হাতের ক্যাচ বানান টাইগার লেগস্পিনার। রিশাদদের দলের হয়ে ফখর জামান ৫১ (৩৩ বলে), মোহাম্মদ নাইম ৬৫ (২৯ বলে) ও আব্দুল্লাহ শফিক ১৮ রান করেন। বাকিদের কেউ দুই অংক স্পর্শ করতে পারেননি। আর করাচির হয়ে ডেভিড ওয়ার্নার (১৩ বলে ২৪), টিম সেইফার্ট (১০ বলে ২৪), জেমস ভিন্স (১২ বলে ১৩) ,সাদ বাইগ (১৫ বলে ২৫) রান করে জয়ের পথে দলকে এগিয়ে দেন। শেষ দিকে ঝোড়ো ব্যাটিং করে দল জিতিয়ে মাঠ ছাড়েন ইরফান খান (২১ বলে ৪৮)।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button