আন্তর্জাতিক

রাশিয়ার ঐতিহাসিক বিজয় দিবস প্যারেডে থাকবেন শি ও লুলাসহ ২৯ বিদেশি নেতা

প্রবাহ ডেস্ক: রাশিয়ার ঐতিহাসিক ৯ মে বিজয় দিবস প্যারেডে অংশ নিতে বিশে^র ২৯টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানগণ মস্কোতে জড়ো হচ্ছেন বলে জানিয়েছে ক্রেমলিন। এই তালিকায় রয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা, এবং এমন দুটি অঞ্চলের নেতা যারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়। মস্কো থেকে এএফপি জানায়, এই প্যারেডকে এ যাবৎকালের সবচেয়ে জাঁকজমকপূর্ণ বলে বর্ণনা করেছে রাশিয়া। দ্বিতীয় বিশ^যুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়কে স্মরণ করেই প্রতি বছর আয়োজন করা হয় এই অনুষ্ঠান, যা ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যে সেনাদের মনোবল বাড়াতেও ব্যবহার করা হচ্ছে। কর্মসূচির মাত্র তিন দিন আগে, মঙ্গলবার রাশিয়ার রাজধানী মস্কোতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ জানিয়েছেন, প্যারেডে ১৩ দেশের সেনাবাহিনী মার্চ করবে। এর মধ্যে রয়েছে চীন, মিসর, ভিয়েতনাম, মিয়ানমার এবং কয়েকটি সাবেক সোভিয়েত রাষ্ট্র।
ইউক্রেনের সতর্কবার্তা: ইউক্রেন স্পষ্টভাবে সতর্ক করে জানিয়েছে-বিদেশি সেনারা যদি রাশিয়ার সেনাদের সঙ্গে রেড স্কয়ারে মার্চ করেন, তবে তা মস্কোর আগ্রাসনের সহোদর হিসেবে বিবেচিত হবে এবং এই কর্মকা-ের যৌথ দায় তাদের নিতে হবে।
ইউরোপীয় অংশগ্রহণ: এই প্যারেডে ইউরোপীয় দেশগুলোর মধ্যে শুধু সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুচিচ ও স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো অংশ নিচ্ছেন। ফিকো ইউরোপীয় ইউনিয়নের সতর্কতা সত্ত্বেও উপস্থিত হচ্ছেন।
অংশগ্রহণকারী দেশসমূহ: চীন ও ব্রাজিল ছাড়াও ইন্দোনেশিয়া, বুরকিনা ফাসো, বসনিয়া, ভিয়েতনাম, মিসর, জিম্বাবুয়ে, ইরাক, কঙ্গো, মিয়ানমার, কিউবা, ইথিওপিয়া ও ইকুয়েটোরিয়াল গিনির নেতারা প্যারেডে থাকবেন। মধ্য এশিয়ার রাশিয়ার ঐতিহ্যগত মিত্র রাষ্ট্রগুলোর নেতারাও উপস্থিত থাকবেন।
আর্মেনিয়া ও আজারবাইজানের নেতারা-যারা দীর্ঘকাল ধরে দ্বন্দ্বে জড়িত-উভয়েই এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এ ছাড়া দক্ষিণ ওসেটিয়া ও আবখাজিয়ার নেতারাও উপস্থিত থাকবেন। জর্জিয়ার এই দুটি বিচ্ছিন্নতাবাদী অঞ্চল আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়, তবে রাশিয়া তাদের পক্ষে রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button