স্থানীয় সংবাদ

খেলাধূলার জায়গায় মন্দিরের টিনের চাল ঃ ঘটনাস্থল পরিদশনে অতিরিক্ত জেলা প্রশাসক

# বেদখল হয়ে যাচ্ছে ছোট বয়রা মনিন্দ্র রায় সরকারি প্রাইমারী স্কুলের জায়গা #

স্টাফ রিপোর্টার ঃ খুলনা নগরীর ছোট বয়রা মনিন্দ্র রায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দিন দিন বেদখল হয়ে যাচ্ছ্।ে অভিযোগ রয়েছে স্কুলের জন্য দানকৃত জমির অধিকাংশ বয়রা শ্মশান ঘাট সার্বজনীন পূজা মন্দির কমিটি দখল করে নিয়েছে। গড়ে তুলেছে স্থাপনা। ১০ শতাংশ জমির উপর স্থাপিত এ স্কুলটির এমন অবস্থা হয়েছে ভেতরে প্রবেশ না করে বোঝাই যাবে না এখানে কোন স্কুল আছে। স্কুলের নিজস্ব কোন প্রবেশ দ্বার নেই। মন্দির কমিটির দখলদারিত্ব বেড়ে যাওযায় এ্যাসেম্বলি বা ছাত্র-ছাত্রীদের খেলাধূলা করার জন্য পর্যাপ্ত জায়গা নেই। এ বিষয় থেকে পরিত্রাণ পেতে এবং বেদখল জমি উদ্ধারের দাবিতে স্কুলের প্রধান শিক্ষিকা কৃষ্ণা রাণী মজুমদার সম্প্রতি জেলা প্রশ্সাকের নিকট অভিযোগ দাখিল করেছেন। ওই অভিযোগে উল্লেখ করা হয়, নগরীর সোনাডাঙ্গা থানাধীন ছোট বয়রা এলাকায় পাঁচ শতক জমির উপর ১৯৭৮ সালে গড়ে উঠেছিল ছোট বয়রা মনিন্দ্র রায় স্কুল। দানপত্র দলিলমূলে বিদ্যালয়টি দশ শতক জায়গার উপর প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠানে প্রায় ২শ’ শিক্ষার্থী অধ্যয়নরত। বিদ্যালয়ের সম্পত্তি এবং বিদ্যালয়ের সম্পত্তির সাথে সরকারি ১নং খাস খতিয়ানের জায়গায় শিক্ষার্থীদের প্রাত্যহিক সমাবেশ, জাতীয় দিবসসমূহ উদযাপন জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়াদি সম্পর্কে সম্মিলিভাবে আলোচনা এবং শিক্ষার্থীদের শারীরিক-মানসিক উৎকর্ষ সাধনে নিয়মিত অনুশীলন হতো। বিদ্যলয়ের সাথে সরকারি ১নং খাস খতিয়ানের জায়গায় ছোট বয়রা শ্মশানঘাট কালিমন্দির নামে মন্দির আছে। তৎকালীন সময়ে সম্মানিত ব্যক্তিগণ এলাকাবাসীর কল্যানে রাস্তা করতে সরকারি জায়গা স্কুলের অনুকূলে রাখার সিদ্ধান্তে সরকারি জায়গা রেখে মন্দিরের সামনে স্কুলের জায়গার উপর দিয়ে রাস্তা নির্মাণের ব্যবস্থা করেন। যার কারনে জরিপের সময়ে স্কুলের সম্পূর্ন জমি রেকর্ড সম্ভব হয়নি। স্কুল ও সরকারি জায়গাসহ সমগ্র জায়গায় পাঁকা সীমানা প্রাচীর নির্মাণ করা হয়। সেখানে মন্দির কর্তৃপক্ষের মন্দিরের সামনে দিয়ে একমাত্র যাতায়াতের গেইট নির্মাণ করলেও বিদ্যালয়ের জন্য পৃথক গেটের ব্যবস্থা করেননি। শিক্ষক, শিক্ষার্থী, সম্মানিত শিক্ষা কর্মকর্তা ও অভিভাবক এবং শুভার্থী সকলকে মন্দিরের গেইট দিয়ে আসা যাওয়া করতে হয়। বিষয়টি সকলের জন্য বিব্রতকর। তৎকালীন সময়ে সমাজপতিদের সিদ্ধান্ত ছিল- স্কুল স্কুলের জায়গায়, মন্দির মন্দিরের জায়গায় এবং বাকি জায়গা সর্বসাধারনের জন্য উন্মুক্ত থাকবে। যেখানে স্কুল ও মন্দিরের কার্যাদি এবং এলাকার ছেলেমেয়েরা খেলাধুলা, সাহিত্য ও সংস্কৃতি চর্চা করবে। অপ্রিয় হলেও সত্য, মন্দির কর্তৃপক্ষ সরকারি ১নং খাস খতিয়ানের ১৫ শতক জায়গা সর্বশেষ জরিপের সময়ে স্কুল কর্তৃপক্ষ বা সমাজের দায়িত্বশীল কারো সাথে কোনরূপ আলোচনা না করে একান্তে ভূমি অফিসে যোগাযোগ করে প্রিন্ট পর্চার ডানপাশের মন্তব্য কলামে মন্দির কর্তৃপক্ষের ব্যবহারের জন্য লিখিয়ে রেকর্ড করে মাঠ দখল করে। এখন খেলার মাঠটি মৃত প্রায়। দলিলমূলে বিদ্যালয়ের জায়গায় সীমানা নির্ধারণ এবং সরকারি ১নং খাস খতিয়ানের প্রয়োজনীয় জায়গা বিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যবহারের জন্য বন্দোবস্ত দেওয়ার পাশাপাশি বিদ্যালয়ের জন্য পৃথক গেটের জায়গায় ব্যবস্থা করার দাবি করা হয়েছে ওই অভিযোগে। অন্য এক আবেদনে উল্লেখ করা হয়, স্কুলের পাশেই কোল ঘেঁষে রয়েছে কালী মন্দির। ১৯৯২ সালে স্কুলে চাকুরির শর্তে ওই এলাকারই মেয়ে বর্তমান প্রধান শিক্ষক কৃষ্ণা মজুমদারের বাবা আরো পাঁচ শতক জমি স্কুলের নামে দানপত্র করে দেন। এর আগে স্কুলটি ১৯৯০ সালে রেজিস্ট্রেশনভুক্ত হয়। পরবর্তীতে ২০১৩ সালে জাতীয়করণ করা হয়। নামকরণ করা হয় ছোট বয়রা মনিন্দ্র রায় সরকারি প্রাথমিক বিদ্যালয়। মন্দির ও স্কুলের একটি মাত্র প্রবেশদ্বার। প্রবেশদ্বার দিয়ে ঢুকলেই প্রথমেই চোকে পড়ে মন্দির, তার বাম পাশে স্কুলটির অবস্থান। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কৃষ্ণা মুজমদার জানান,স্কুলে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ২শ’ শিক্ষার্থী রয়েছে। তবে বর্তমানে স্কুলের পরিধি কমেছে, বেড়েছে মন্দিরের টিনের চাল (ছাউনি)। কাছ থেকে খেয়াল না করলে স্কুলটি দেখাই যায় না। এমনকি স্কুলের নিজস্ব কোন প্রবেশ দ্বার নেই। মন্দির কমিটির দখলদারিত্ব বেড়ে যাওয়ায় এ্যাম্বেলি বা ছাত্র-ছাত্রীদের খেলাধূলা করার জন্য পর্যাপ্ত জায়গা নেই। তিনি বলেন, বিষয়টি নিয়ে বিভিন্ন সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ জনপ্রতিনিধিদের দ্বারস্থ হয়ে সুরাহার চেষ্টা করেছেন কিন্তু তার কোন সমাধান অদ্যবধি হয়নি। অফিসিয়ালি তিনি জেলা প্রশাসক বরাবর লিখিত চিঠি প্রদান করেছেন। তিনি এই বিষয়ের সুষ্ঠু তদন্ত ও সুন্দর পদক্ষেপ আশা করছেন। সরেজমিনে স্থানীয়রা জানান, এলাকাবাসীর চলাচলের জন্য মন্দিরের সামনের সীমানা দিয়ে রাস্তা হওয়ার কথা ছিল। এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিরা আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করেন রাস্তাটা ঘুরিয়ে দেওয়া হবে। সেভাবেই বর্তমান রাস্তা নির্মাণ করা হয়েছে। এর কারণে স্কুলের পাঁচ শতক জমির বেশকিছু অংশ রাস্তার ভিতর চলে গেছে। সে সময় মন্দির কর্তৃপক্ষের সঙ্গে স্কুল কর্তৃপক্ষের মৌখিক চুক্তি হয় সরকারি খাস জমি স্কুলকে প্রদান করা হবে। পরবর্তীতে মন্দির কর্তৃপক্ষ মৌখিক চুক্তি ভঙ্গ করে তাদের মন্দিরের জায়গাটা ধীরে ধীরে বাড়াতে থাকে। স্কুল কমিটির সাবেক সদস্য মতিয়ার রহমান বলেন, এই স্কুল আর মন্দির নিয়ে চলছে রাজনীতি। যার জন্য সমস্যা সমাধান হচ্ছে না। এখন স্কুলের অস্তিত্ব সংকটে পড়েছে। বিষয়টি সবাই দেখছে শুনছে। কিন্তু সমাধান করছে না। এ সুযোগে দখলদার মন্দির কমিটি স্কুলের জায়গা ক্রমে গিলে ফেলছে। তিনি তিনটি দাবি পেশ করেন। দাবিগুলো হচ্ছে, স্কুলের জন্য নিজস্ব গেট তৈরী, খেলাধুলার জন্য মাঠকে উন্মুক্তকরণ এবং মাঠে তৈরীকৃত অবৈধ স্থাপনা অপসারণপূর্বক মাঠ দখলমুক্ত করা। তিনি আরো বলেন, স্কুলের জায়গার কর্ণারে সীমানা প্রাচীর। যা দু’পাশের রাস্তা রয়েছে। এ পাশের পথচারি অপর পাশের যানবাহন দেখতে পান না। যার জন্য এখানে প্রায় ছোটখাটো দুর্ঘটনা ঘটেছে। এ দুঘর্টনা থেকে বাঁচতে এলাকার মুরব্বিদের সহায়তায় প্রাচীরের কর্ণার ভেঙ্গে রড দিয়ে ঘিরে দেয়া হয়েছে। যাতে দু’পাশের পথচারিরা একে অপরকে দেখতে পারে। কিন্তু তা নিয়েও মন্দির কমিটি মিথ্যা প্রচারণা চালায়। স্কুলের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম কবিরুল ইসলাম বলেন, এই বিষয়টা নিয়ে বহুদিন ধরেই চেষ্টা চলছে সুষ্ঠু সমাধানের। জনপ্রতিনিধিদের কাছেও গিয়েছিলাম কিন্তু তারাও কোন সঠিক ফয়সালা দিতে পারেনি। শুরু থেকে দেখে আসছি এই মন্দিরটি ছিল অল্প একটু জায়গার ভিতরে। আমরা হিন্দু মুসলমান সবাই মিলে এই মন্দির রাত জেগে পাহারাও দিয়েছি। অথচ বর্তমানে স্কুলে বাচ্চাদের এ্যাসেম্বলি করার জায়গাটুকুও নেই। তারা খেলাধুলা করতে পারে না। এমনকি একটা শহিদ মিনারও নেই। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মন্দির কমিটিকে তার দপ্তরে ডাকলেও তারা যায়নি। এখন জেলা প্রশাসন ও শিক্ষা অফিস থেকে কর্মকর্তারা আসলেও তারা আসেননি। তারা সমস্যা সমাধান না করে তা দিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে মন্দির কমিটি বলে তিনি মনে করেন। স্কুলের সহকারি শিক্ষিকা তানিয়া সুলতানা জানান, একটু একটু করে মন্দিরের চাল (ছাউনি) বেড়ে যাচ্ছে। আমরা চাই পাশাপাশি স্কুল এবং মন্দির কর্তৃপক্ষ দ্বন্দ্ব সংঘাত ত্যাগ করে শান্তিপূর্ণ অবস্থান করুক। স্কুলের একটা নিজস্ব প্রবেশ দ্বার থাকুক। আমরা চাই সহ অবস্থান। খেলাধূলার মাঠ না থাকায় ওই এলাকায় ইয়ং ছেলেরা নেশাগ্রস্ত হয়ে পড়েছে। কোমলমতি শিশুরা মোবাইল আসক্ত হচ্ছে। স্কুল মাঠে খেলার কোন সুযোগ নেই। উপাসনা বাধাগ্রস্ত হওয়ার অজুহাতে মন্দির কর্তৃপক্ষ শিশুদের খেলাধূলায় বাধা প্রদান করে। সদর থানা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার কনক গণপতি বলেন, উভয় পক্ষকে স্কুলে থাকার জন্য বলা হয়েছে। তারা কেন আসলো না তা বুঝতে পারছি না। বিষয়টি তিনি অফিস প্রধানকে জানাবেন বলে জানান। পূর্ব সিদ্ধান্ত মোতাবেক রবিবরাব বেলা ১২টার দিকে স্কুল পরিদর্শনের আসে জেলা প্রসাসনের একটি প্রতিনিধি দল। তাদেও মধ্যে রয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আক্তার হোসেন ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ শামীম হোসাইন, সদর থানার সহকারি থানা প্রাথমিক শিক্ষা অফিসার কনক গনপতি। এছাড়া অন্যান্যের মধ্যে ছিলেন ছোট বয়রা মণীন্দ্র রায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণা রানী মজুমদার,জামিল আখতার, সোনিয়া বেগম, তানিয়া বেগম, তাহমিনা সুলতানা, মতিয়ার রহমান, হারুন অর রশিদ, বীর মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা এস এম কবিরুল ইসলাম, শরিফুল ইসলাম সেলিম, আতিয়ার রহমান মোল্লা, শহিদুল ইসলাম, মশিউর রহমান, অব:আর্মি ক্যাপ্টেন মাসুদুর রহমান, আব্দুর রহমান হোসেন, মেজবাহ উদ্দিন, শেখ আব্দুল হান্নান, তরিকুল ইসলাম, সেলিম হোসেন, শেখ নাহিদ হোসেন, শেখ রাজ আহমেদ, গোলাম রসুল, আব্দুল সাত্তার, ইব্রাহিম হোসেন বাদল, শেখ মাসুদ, রাকিব হাসান নাঈম, শেখ তাঈম হোসেন, সুভাস রায়, শেখ মারুফ হোসেন, বজলুর রহমান, আশিকুর রহমান, খাইরুল বাসার খলিল, সাইফুল ঢালি, আকরাম মড়ল, ইঞ্জ:মোঃ মাহাবুবুল আলম, আঃ রউব হোসেন, ইশারাত হোসেন লিমন প্রমূখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button