আন্তর্জাতিক

পাকিস্তানে ঝড়-ভারী বৃষ্টিতে ৩২ জনের মৃত্যু

প্রবাহ ডেস্ক : পাকিস্তানে ঝড় ও ভারী বৃষ্টির কারণে এক সপ্তাহে অন্তত ৩২ জন নিহত ও ১৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। গতকাল শুক্রবার অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, গত বৃহস্পতিবার প্রবল বৃষ্টিপাত ও দমকা হাওয়ায় বিভিন্ন জেলায় অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছেন। জাতীয় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, পাকিস্তানের উত্তর ও মধ্যাঞ্চলে শনিবার পর্যন্ত ঝড়ো আবহাওয়া অব্যাহত থাকতে পারে। গত মঙ্গলবার ভারী বৃষ্টিতে ১০ জন এবং গত শনিবার ১৪ জনের মৃত্যু হয়। জলবায়ু পরিবর্তনের জন্য অন্যতম ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে থাকা পাকিস্তানে আবহাওয়াজনিত দুর্যোগ ক্রমেই বাড়ছে। গত বুধবার সিন্ধু প্রদেশের হায়দরাবাদে তিন শিশু নিহত হয়েছে বলে জানিয়েছেন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। বেশিরভাগ মৃত্যুই ঘটেছে দেয়াল ও ছাদ ধসে পড়ে। এছাড়া, তীব্র বাতাসে ছিটকে পড়া সৌর প্যানেলের আঘাতে কমপক্ষে দুইজনের মৃত্যু হয়েছে। পাকিস্তানে প্রতি বছরই এমন দুর্যোগে প্রাণহানি ঘটে থাকলেও এবারের ঝড়-তুফান অস্বাভাবিকভাবে ঘনঘন হচ্ছে। দেশটিতে মে মাসে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ছয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি রেকর্ড করা হয়েছে, যা সর্বোচ্চ ৪৮ ডিগ্রি সেলসিয়াস (প্রায় ১১৮ ডিগ্রি ফারেনহাইট) পর্যন্ত পৌঁছায়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button