জাতীয় সংবাদ

শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের অবস্থান

প্রবাহ রিপোর্ট ঃ স্বীকৃতিপ্রাপ্ত সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন শিক্ষকরা। পূর্বঘোষণা অনুযায়ী, গতকাল রোববার সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে নন-এমপিও সংগঠনের মোর্চা ‘সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ’ এর ব্যানারে এই কর্মসূচি শুরু হয়। সারাদেশ থেকে আসা প্রায় এক হাজার শিক্ষক এ কর্মসূচিতে অংশ নিয়েছেন। নন-এমপিও ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল মো. সেলিম মিয়ার সভাপতিত্বে কর্মসূচিতে বক্তৃতা দেন সংগঠনের মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ দবিরুল ইসলাম, মোহাম্মদ নাজমুস সাহাদাত আজাদী, সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মুনিমুল হক, যুগ্ম সাংগঠনিক সমন্বয়ক ইমরান বিন সোলাইমান, সমন্বয়ক অধ্যক্ষ আব্দুস সালাম, অধ্যক্ষ সাজ্জাদ হোসেন, অধ্যক্ষ বাকী বিল্লাহ, সুপার মো. ফরহাদ হোসেন বাবুল, অধ্যক্ষ মো. আফতাবুল আলম, অধ্যক্ষ মো. মিজানুর রহমান, প্রধান শিক্ষক আবু বক্কর মো. এরশাদুল হক, প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান বাবুল, প্রভাষক মো. রায়হান কবির মিঠু প্রমুখ। প্রধান সমন্বয়ক অধ্যক্ষ সেলিম মিয়া বলেন, ফেব্রুয়ারি-মার্চ মাসে টানা ১৭ দিনের আন্দোলন চলাকালীন ১১ মার্চ আমাদের ৭ সদস্যের শিক্ষক প্রতিনিধি দলকে সচিবালয়ে আমন্ত্রণ জানানো হয়। আলোচনার শুরুতে শিক্ষা উপদেষ্টা বলেছিলেন, নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবি যৌক্তিক ও ন্যায্য। আপনাদের দাবির কথা চিন্তা করে মে মাসের মধ্যে এমপিওর সব কার্যক্রম শেষ করে পরিপত্র জারি করা হবে। আগামী জুলাই থেকে বেতন ধরা হবে। তিনি আরও বলেন, উপদেষ্টার প্রতিশ্রুতি এখন পর্যন্ত সরকার বাস্তবায়ন করেনি। এজন্য শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য বাংলাদেশের নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা কাফনের কাপড় পরে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি গ্রহণ করেছি। যতক্ষণ পর্যন্ত সরকারের পক্ষ থেকে এমপিওর সুনির্দিষ্ট কোনো ঘোষণা না আসবে, ততক্ষণ পর্যন্ত আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি চলবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button