বটিয়াঘাটায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা, থানায় জিডি

বটিয়াঘাটা (খুলনা)প্রতিনিধিঃ বটিয়াঘাটা উপজেলার হেতালবুনিয়া খৈয়েতলা মোড়ে পৈতৃক পূর্বপুরুষ পরম্পর ভোগদখলী জমি জোরপূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে । এব্যাপারে ভূক্তভোগী হেতালবুনিয়া নিবাসী নিমাই মন্ডলের পুত্র মাতল(৪০) বাদী হয়ে বিবাদীদের বিরুদ্ধে থানায় জিডি করেছে । যার জিডি নং ১১০৮ ,তাং – ২৩/০৬/২০২৫ ইং । জিডি সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের হেতালবুনিয়া নিবাসী নিমাইয়ের খৈয়াতলা মোড়ে ভোগদখলীয় জমি থেকে বিবাদী হেতালবুনিয়া এলাকার গোবর্ধন বিশ্বাসের পুত্র রমেশ বিশ্বাস (৫০), ওই কৈলাশ বিশ্বাসের পুত্র গোবিন্দ বিশ্বাস (৫৫), ও গোবিন্দের পুত্র জয়ন্ত বিশ্বাস (৩০) মিলে আমাদের উক্ত ভোগ দখলীয় জমি থেকে ঘেরা ওঠায়ে নেয়ার জন্য হুমকি ধামকি দিয়ে অকথ্য ভাষায় গালাগালি দিয়ে থাকে জোর পূর্বক আমার জমি দখল করার পাঁয়তারা করছে । এব্যাপারে ভূক্তভোগী প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছে ।