আন্তর্জাতিক

ইউক্রেনে এবার দিনের বেলা রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৭

প্রবাহ ডেস্ক : ইউক্রেনে এবার দিনের আলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া। গত মঙ্গলবার দু দফায় পরিচালিত ওই হামলায় দক্ষিণ পূর্বাঞ্চলীয় নিপ্রোপেত্রোভস্কের রাজধানী দিনিপ্রো ও এর পার্শ্ববর্তী এলাকায় অন্তত ১৭ জন মানুষ প্রাণ হারিয়েছেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। আঞ্চলিক গভর্নর সেরহিই লাইস্যাক বলেছেন, দিনিপ্রোতে ১৫ জন নিহত এবং ১৮ শিশুসহ দুই শতাধিক মানুষ আহত হয়েছেন। প্রায় ১০ কিলোমিটার দূরবর্তী সামার শহরে আরও দুজন প্রাণ হারিয়েছেন। উল্লেখ্য, ইউক্রেনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বেশিরভাগ সময় গভীর রাতে পরিচালনা করে আসছে রাশিয়া। দিনিপ্রোর মেয়র বরিস ফিলাতোভ বলেছেন, দিনের আলোয় চালানো বিরল রুশ হামলায় আবাসিক ভবন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ শহরজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই হামলা যখন হলো, ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তখন পশ্চিমাদের সামরিক জোটের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করতে নেদারল্যান্ডে রয়েছেন। নিজ দেশের ক্রমবর্ধমান সামরিক খাতে বিনিয়োগ এবং রুশ অস্ত্র তৈরিতে প্রয়োজনীয় সরবরাহ আটকে দেওয়ার জন্য মিত্রদের কাছে আহ্বান জানাতে সেখানে গেছেন তিনি। হামলার খবর পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, এই যুদ্ধে কোন পক্ষে সমর্থন জানাতে হবে, তা নির্ধারণ করা জটিল কিছু নয়। ইউক্রেনের পাশে থাকা মানে জীবন রক্ষা করা। ন্যাটো সম্মেলনের পার্শ্ব বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও জেলেনস্কির সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button