আন্তর্জাতিক

এফ-৩৫ যুদ্ধবিমান নিয়ে অগ্রগতির আশা তুরস্কের

প্রবাহ ডেস্ক : যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ-৩৫ যুদ্ধবিমান পাওয়ার আশা এখনও ছাড়েনি তুরস্ক। রাশিয়ান প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে যে কর্মসূচি থেকে তুরস্ককে বাদ দেওয়া হয়েছিল, সেই কর্মসূচিতে পুনরায় যোগ দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছে দেশটি। গতকাল বৃহস্পতিবার দ্য হেগ-এ অনুষ্ঠিত ন্যাটো সম্মেলন থেকে ফেরার পথে সাংবাদিকদের এমন আশার কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোয়ান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। সাংবাদিকদের এরদোয়ান আরও বলেন, তার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হয়েছে। বৈঠকে এই বিষয়ে আলোচনার পর তিনি অগ্রগতির আশা করছেন। তিনি বলেন, ‘আমরা এফ-৩৫ থেকে সরে আসিনি। আমরা আমাদের অংশীদারদের সঙ্গে কর্মসূচিতে ফিরে আসার অভিপ্রায় নিয়ে আলোচনা করছি।’ ‘আমরা এই বিষয়টি প্রেসিডেন্ট ট্রাম্প সঙ্গে আমাদের বৈঠকে আলোচনা করেছি। এখন প্রযুক্তিগত পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। ইনশাআল্লাহ, আমরা অগ্রগতি অর্জন করব।’ রাশিয়ান এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে ২০২০ সালে যুক্তরাষ্ট্র তাদের ন্যাটো মিত্র আঙ্কারার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। একইসঙ্গে এফ-৩৫ কর্মসূচি থেকেও বাদ দেয়। অথচ তুরস্ক ছিল একটি ক্রেতা ও নির্মাতা দেশ। তুরস্ক বারবার বলেছে, তাদেরকে বাদ দেওয়া অন্যায় ছিল। তারা পুনরায় অন্তর্ভুক্তি বা ক্ষতিপূরণের দাবি জানিয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button