আন্তর্জাতিক

পাকিস্তানে ৫.৩ মাত্রার ভূমিকম্প

প্রবাহ ডেস্ক : গতকাল রোববার সকালে পাকিস্তানে মধ্যাঞ্চলে মৃদু ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩। ইসলামাবাদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৩টা ৩০ মিনিটে (২২৩০ জিএমটি) ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পাকিস্তানের পার্বত্য বেলুচিস্তান প্রদেশের বরখান শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার (৩৭ মাইল) উত্তর-উত্তরপূর্বে। ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি থেকে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। পাকিস্তান সীমান্তের পাশে অবস্থিত ভারতীয় এবং ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের সীমান্তে অবস্থিত। ফলে, এটি দেশটিকে ভূমিকম্পের ঝুঁকিতে থাকে। সংকটকালীন পরিস্থিতিতে এই অঞ্চলটিতে চলাচল করা কঠিন হতে পারে। এর আগে ২০১৫ সালে পাকিস্তান ও আফগানিস্তানে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে প্রায় ৪শ’ জন নিহত হয়। এছাড়া ২০০৫ সালে দেশটিতে ৭ দশমিক ৬ মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এতে ৭৩ হাজারের বেশি মানুষ নিহত হয় এবং প্রায় ৩৫ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়ে। পাকিস্তানের বৃহত্তম বেলুচিস্তান প্রদেশে ২০২১ সালে একটি ভূমিকম্পে কমপক্ষে ২০ জন নিহত এবং ১০ জনেরও বেশি মানুষ আহত হয়। ভূমিধসের কারণে প্রত্যন্ত পাহাড়ি জেলা হারনাইতে প্রাথমিক উদ্ধার প্রচেষ্টা ব্যাহত হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button