আন্তর্জাতিক

রুশ হামলা ঠেকাতে গিয়ে আরেকটি এফ-১৬ বিধ্বস্ত, পাইলট নিহত

প্রবাহ ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় ইউক্রেন একটি এফ-১৬ যুদ্ধবিমান এবং এটির পাইলটকে হারিয়েছে। গতকাল রোববার টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, সাতটি আকাশ লক্ষ্যবস্তুতে গুলি চালানোর পর বিমানটি ক্ষতিগ্রস্ত হয় এবং তাৎক্ষণিক ভূমিতে পড়ে যায়। বিবৃতিতে উল্লেখ করএ হয়, ‘শত্রুর বিশাল আক্রমণ প্রতিহত করার সময় প্রথম শ্রেণীর একজন পাইলট, লেফটেন্যান্ট কর্নেল মাকসিম উস্তিমেনকো একটি এফ-১৬ বিমানে মারা যান। তিনি ১৯৯৩ সালে জন্মগ্রহণ করেছিলেন।’ একটি পৃথক বিবৃতিতে ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে ৫৩৭টি ‘প্রজেক্টাইল’ নিক্ষেপ করেছে, যার মধ্যে রয়েছে শাহেদ ড্রোন, ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইউক্রেন দাবি করেছে, তারা এর মধ্যে ৪৭৫টি প্রতিহত করেছে। কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট সংবাদপত্রের মতে, দক্ষিণ মাইকোলাইভ, দক্ষিণ-পূর্ব জাপোরিঝিয়া এবং পশ্চিম লভিভসহ দেশজুড়ে একাধিক এলাকায় বিস্ফোরণ এবং হামলার শব্দ শোনা গেছে। মধ্য ইউক্রেনের চেরকাসি অঞ্চলের গভর্নর ইহোর তাবুরেটস বলেছেন, হামলায় কমপক্ষে ৬ জন আহত হয়েছেন এবং বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, হামলায় তিনটি বহুতল ভবন এবং একটি কলেজ ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মকর্তারা বলছেন, দক্ষিণ ইউক্রেনীয় অঞ্চল মাইকোলাইভ এবং মধ্য ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে শিল্প স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ পুড়ে যাওয়া দেয়াল এবং ভাঙা জানালাসহ বহুতল আবাসিক ভবনের ছবি প্রকাশ করেছে এবং উদ্ধারকারীরা লোকজনকে সরিয়ে নিচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী কুরস্ক ও রোস্তভ সীমান্তবর্তী অঞ্চলে এবং ইউক্রেনের সংযুক্ত ক্রিমিয়ান উপদ্বীপে তিনটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button