স্থানীয় সংবাদ

ময়ূর নদের নাব্যতা বৃদ্ধিতে পলিমাটি অপসারণ কাজের পরিদর্শন করলেন কেসিসির প্রশাসক

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মো: ফিরোজ সরকার মঙ্গলবার সকালে মহানগরীর দক্ষিণ সীমানায় আলুতলা দশগেট এলাকায় ময়ূর (হাতিয়া) নদের নাব্যতা বৃদ্ধিতে পলিমাটি অপসারণ কাজ সরেজমিন পরিদর্শন করেন। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে কেসিসি’র নিজস্ব উদ্যোগে ওয়াটার মাস্টার ও ভাসমান এক্সেভেটরের মাধ্যমে এ পলিমাটি অপসারণ কাজ শুরু করা হয়েছে। পরিদর্শনকালে সাংবাদিক ও উপস্থিত সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে প্রশাসক বলেন, বর্ষা মৌসুমে নগরীতে যেন জলাবদ্ধতার সৃষ্টি না হয় সেজন্য কেসিসি সকল প্রকার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। গুরুত্বপূর্ণ ড্রেনসমূহ পরিস্কার রাখার পাশাপাশি পানি প্রবাহের প্রতিবন্ধকতাসমূহ চিহ্নিত করে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হচ্ছে। রূপসা (কাজিবাছা) নদী ও ময়ূর নদের সংযোগস্থলে নাব্যতা হ্রাস পাওয়ায় ভাটার সময় পানি প্রবাহ বাধাগ্রস্থ হচ্ছিল। পলিমাটি অপসারণের মাধ্যমে সংযোগ স্থলের নাব্যতা বৃদ্ধি করা গেলে পানির প্রবাহ বৃদ্ধি পাবে এবং এর মাধ্যমে জলাবদ্ধতা নিরসনে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। কেসিসি প্রশাসক নাগরিক নেতৃবৃন্দসহ সকলের সহযোগিতা কামনা করেন।
কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান, নির্বাহী প্রকৌশলী মো: আনিচুজজামান ও শেখ মো: মাসুদ করিম, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, কালেক্টর অব ট্যাক্সেস মো: আব্দুল মাজেদ মোল্যা, এস্টেট অফিসার গাজী সালাউদ্দীন, উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মো: সেলিমুল আজাদ, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহসভাপতি নিজাম উর রহমান লালু, মহাসচিব শেখ মো: হাফিজুর রহমান হাফিজ, যুগ্ম মহাসচিব মো: মনিরুজ্জামান রহিম, কোষাধ্যক্ষ গোলাম সরোয়ার, সম্পাদক আব্দুল খালেক শিকদার ও মো: খলিলুর রহমান, শিক্ষা সম্পাদক বিশ^াস জাফর আহমেদ, নির্বাহী সদস্য মোর্শেদ উদ্দিন সহ গণমাধ্যম কর্মীগণ এ সময় উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button