সুন্দরবনে নিষিদ্ধ কাঁকড়া শিকার ঃ চারুসহ ১৪ জেলে আটক

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের চরাপুটিয়া টহল ফাঁড়ি এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে কাঁকড়া ধরতে গিয়ে চারুসহ ১৪ জন জেলেকে আটক করেছে বন বিভাগের স্মার্ট টিম-২। সোমবার (৩০ জুন) অভিযান চালিয়ে নাকজোড়া ও মাইটারভারানি খাল থেকে এদের আটক করা হয়। এ সময় আটটি ডিঙ্গি নৌকাও জব্দ করা হয়েছে। অভিযান পরিচালনাকারী টিম লিডার ফরেস্টার দিলীপ মজুমদার জানান, সুন্দরবনে প্রবেশ ও মাছ ধরা তিন মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হলেও এসব জেলে নিষিদ্ধ চারু নিয়ে বনাঞ্চলে কাঁকড়া শিকারে যান। অভিযানে মোট ১৮০টি কাঁকড়া ধরার ফাঁদ (চারু) এবং আটটি নৌকা জব্দ করা হয়েছে। আটকরা সবাই মোংলা উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
এ ব্যাপারে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এ.সি.এফ) দীপন চন্দ্র দাস বলেন, বন আইনে মামলা দিয়ে আটক ১৪ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।