সম্পাদকীয়

ফের হুঁশিয়ারি দিচ্ছে করোনা ও ডেঙ্গু

জুন মাসে করোনা ও ডেঙ্গু পরিস্থিতির হঠাৎ অবনতি জনস্বাস্থ্য খাতের জন্য একটি স্পষ্ট হুঁশিয়ারি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, জুন মাসে করোনায় ২২ জন এবং ডেঙ্গুতে ১৯ জন প্রাণ হারিয়েছেন। মাসভিত্তিক পরিসংখ্যানে এটি চলতি বছরের সর্বোচ্চ মৃত্যু। মৃত্যুর পাশাপাশি উদ্বেগজনকভাবে বাড়ছে সংক্রমণ ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা। ডেঙ্গু পরিস্থিতির দিকে তাকালে চিত্রটি আরও ভয়াবহ হয়ে ওঠে। বছরের প্রথম পাঁচ মাসের তুলনায় জুনে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কয়েকগুণ বেড়েছে। শুধু জুন মাসেই ৫ হাজার ৯৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১৯ জনের মৃত্যু হয়েছে। এর ফলে বছরের প্রথমার্ধেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ২৯৬ জন এবং প্রাণ হারিয়েছেন ৪২ জন। যা এডিস মশা নিয়ন্ত্রণে প্রচলিত ব্যবস্থাপনার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলে। করোনাভাইরাস পরিস্থিতিও নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। জুন মাসেই ১ হাজার ৪০৯ জনের নমুনা পরীক্ষায় ১৩৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়, মৃত্যু হয়েছে ২২ জনের। বছরের অন্য মাসগুলোতে কোনো মৃত্যু না থাকলেও, শুধুমাত্র জুন মাসেই এই প্রাণহানির ঘটনা ভাবনার বিষয়। বিশেষজ্ঞদের মতে, ওমিক্রনের উপশাখা এক্সএফজি এবং এক্সএফসি-এই দুটি নতুন সাব-ভ্যারিয়েন্টই সংক্রমণ বৃদ্ধির পেছনে দায়ী। যদিও এসব ধরন তুলনামূলকভাবে কম তীব্রতা সম্পন্ন, তবু অসচেতনতা ও স্বাস্থ্যবিধি অবহেলা রোগটিকে আবারও মারাত্মক করে তুলতে পারে। এই দুই সংক্রামক ব্যাধির একসঙ্গে প্রভাব বিস্তার জনস্বাস্থ্যের ওপর দ্বৈত চাপ সৃষ্টি করছে। হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে, স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর বাড়ছে বাড়তি বোঝা। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মানা, জনসচেতনতা বৃদ্ধি, যথাযথ মশা নিয়ন্ত্রণ কার্যক্রম ও প্রয়োজনীয় চিকিৎসা প্রস্তুতি নিশ্চিত করা জরুরি। সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়হীনতা, মশা নিয়ন্ত্রণে দায়সারা মনোভাব এবং সাধারণ মানুষের অবহেলা-এই তিনটির সম্মিলিত প্রভাবেই স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। এখনই কঠোর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। আমরা চাই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সময়মতো পদক্ষেপ গ্রহণ করুক, আর নাগরিক সমাজও দায়িত্বশীল ভূমিকা পালন করুক। কারণ, স্বাস্থ্যবিধি মানা এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করা শুধু রাষ্ট্র বা সিটি করপোরেশনের দায়িত্ব নয়-এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button