জাতীয় সংবাদ
করোনায় আরও একজনের মৃত্যু : শনাক্ত ২৭

প্রবাহ রিপোর্ট : দেশে গত ২৪ ঘণ্টায় ৫১৮টি নমুনা পরীক্ষা করে ২৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। আর এই সময়ের মধ্যে একজন মারা গেছেন। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদফতরের সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৫ দশমিক ২১ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। স্বাস্থ্য অধিদফতর জানায়, ২০২০ সালের ১৮ মার্চ থেকে এখন পর্যন্ত করোনায় মৃত্যু ২৯ হাজার ৫২৩ জন। এর মধ্যে এই বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৩ জনের। এছাড়া ২০২০ সালের ৮ মার্চ থেকে শনাক্ত হয়েছে ২০ লাখ ৫২ হাজার ১৫৪ জন, এর মধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত শনাক্ত ৬০৯ জন।