জাতীয় সংবাদ

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৯ টাকা

প্রবাহ রিপোর্ট : জুন মাসের মতো জুলাই মাসেও এলপিজির দাম কমানো হয়েছে। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪০৩ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে ১২ কেজির সিলিন্ডারের দাম কমলো ৩৯ টাকা। একইসঙ্গে কমানো হয়েছে অটোগ্যাসের দামও। অটোগ্যাসের দাম ৬৪ টাকা ৩০ পয়সা থেকে কমিয়ে ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছে।গতকাল বুধবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাম ঘোষণা করা হয়। গতকাল বুধবার সন্ধ্যা ৬টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। এর আগে জুন মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৩১ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৪০৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। এর আগের মাসে অর্থাৎ মে মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৫০ টাকা থেকে ১৯ টাকা কমিয়ে ১ হাজার ৪৩১ টাকা নির্ধারণ করা হয়েছিল। এদিকে বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে ব্যবহার করা রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা এলপিজির দাম কেজিপ্রতি ১১৩ টাকা ১৯ পয়সা থেকে কমিয়ে ১০৯ টাকা ৮৯ পয়সা নির্ধারণ করেছে কমিশন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button