বাগেরহাটের ফকিরহাটে চালক কে অচেতন করে ইজিবাইক ছিনতাই

বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার পাগলা শ্যামনগর এলাকার খাজা গ্যাস পাম্পের সামনে থেকে চালক কে অচেতন অবস্থায় ফেলে রেখে একটি ইজিবাইক ছিনতাই হয়েছে। বুধবার বিকেলে এ ঘটনার পর ইজিবাইক চালক কে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্ত্তি করা হয়েছে। পুলিশ জানায়, হাসপাতালে চিকিৎসা নিয়ে কিছুটা জ্ঞান ফিরলে নিজেকে আব্দুল্লাহ খান (১৭) পিতা -ইউসুফ আলী খান, বর্তমান ঠিকানা বাগেরহাট শহরতলীর গোবর দিয়া এলাকা পরিচয় দিয়ে জানায় বুধবার বিকেল ৪ টার দিকে ফকিরহাট উপজেলার পাগলা শ্যামনগর এলাকার হাইওয়ে রাস্তার পর তাকে অচেতন করে ফেলে রেখে ছিনতাইকারীরা তার ইজিবাইকটি নিয়ে গেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফকিরহাট হাসপাতালে নিয়ে ভর্ত্তি করে দেয়। এ বিষয়ে বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেলের পুলিশ পরিদর্শক (ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাটি জানতে পেরে ফকিরহাট মডেল থানা পুলিশ হাসপাতালে গিয়ে ঘটনা বিষয়ে আব্দুল্লাহর কাছ থেকে সকল তথ্য সংগ্রহ করেছে। এবং ছিনতাইকারীদের সনাক্ত করাসহ ইজিবাইকটি উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছে।