স্থানীয় সংবাদ

নগরীতে কাঠালবাহী ট্রাক প্রাইভেটকার সংর্ঘষ

স্টাফ রিপোর্টার : খুলনা নগরীতে কাঠালবাহী ট্রাক ও প্রাইভেট কারের ভয়াবহ সংঘর্ষ ঘটনা ঘটেছে এতে করে প্রাইভেট কারটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। তবে গাড়ীর চালক ও দুইজন আরোহী সামান্য আহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। জানাযায় গেল ৩ জুলাই রাত আনুমানিক সোয়া বারোটায় সাচিবুনিয়া বিশ্বরোড চৌরাস্তার মোড়ে সড়ক দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার প্রায় এক ঘন্টা পর স্থানীয় পুলিশ সদস্য এবং একটি উদ্ধার টিমের সহায়তায় গাড়ী দুটোকে উদ্ধার করা হয়। তবে সড়কে শত শত কাটাল পড়ে থাকতে দেখা যায়। এতে করে অন্য যানবাহণ চলাচলে বাধাগ্রস্ত সম্মুখিন হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লবচরা থানার অফিসার ইনচার্জ মোঃ তৌহিদুজ্জামান। এছাড়া প্রতক্ষ্যদর্শি ও স্থানীয়দের ভাষ্যমতে জিরো পয়েন্ট থেকে ছেড়ে আসা একটি কাঠালবাহী চলন্ত ট্রাক আসছিল। এসময় ট্রাকটির সামনে প্রাইভেটকারটি ওভারটেক করে সামনে এসে আচমকাই দেখতে পায় অন্য একটি ড্রাম ট্রাক । এ সময়ে গাড়ীর চালক ব্রেক করে আর তখনই ট্রাকটির সাথে প্রাইভেট কারের ভয়াবহ সংঘর্ষ হয়। এ সময়ে প্রাইভেটকারে তিনজন আরোহী ছিলেন যাদের কেউ আহত হননি এবং ট্রাকে থাকা ড্রাইভার সহ আরো দুইজন অর্থাৎ যে তিনজন ছিলেন তাদের ভিতরে ড্রাইভার সামান্য আঘাত পায় এবং হেল্পার তার বুকে কিছুটা আঘাত পায়। পরবর্তীতে তাকে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পাশাপাশি অপরজনের তেমন কিছু হয়নি বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনাস্থলের উপস্থিত থাকা একাধিক প্রত্যক্ষদর্শীরা জানান প্রাইভেটকারটি মোংলা থেকে খুলনার উদ্দেশ্যে আসছিল এবং প্রাইভেটকারের ড্রাইভারটি নেশাগ্রস্ত অবস্থায় ছিল যার জন্য এই দুর্ঘটনাটি ঘটে।
উল্লেখ্য এর আগেও এই বিশ্বরোড মোড় এলাকাতে প্রায় সময়ে সড়কে দুর্ঘটনা ঘটনা ঘটে এবং অনেক আহত ও নিহতের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button