রাশিয়ার বিমান ঘাঁটিতে ফের হামলা চালিয়েছে ইউক্রেন

প্রবাহ ডেস্ক : রাশিয়ার ভোরোনেজ অঞ্চলের বোরিসোগলেবস্ক বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। কিয়েভের সামরিক জেনারেল স্টাফ গতকাল শনিবার এ তথ্য জানিয়েছেন। তিনি এই ঘাঁটিকে রুশ এসইউ-৩৪, এসইউ-৩৫এস এবং এসইউ-৩০এসএম যুদ্ধবিমানের ‘হোম বেস’ হিসাবে বর্ণনা করেছেন। ফেসবুকে লেখা বিবৃতিতে জেনারেল স্টাফ জানিয়েছে, তারা গ্লাইড বোমা, একটি প্রশিক্ষণ বিমান এবং সম্ভবত অন্যান্য বিমান সম্বলিত একটি ডিপোতে আঘাত করেছে। আরব নিউজ জানিয়েছে, রাশিয়ান কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেননি। কিয়েভ বলছে, বিমান ঘাঁটিতে এই ধরনের হামলার লক্ষ্য রাশিয়ার সামরিক সক্ষমতা হ্রাস করা এবং রাশিয়ায় উচ্চ-মূল্যবান লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য ইউক্রেনের সক্ষমতা প্রদর্শন করা। গত মাসে ইউক্রেন বলেছিল, তারা আকস্মিক ড্রোন হামলায় রাশিয়ার ভূখ-ের গভীরে বেশ কয়েকটি বিমানক্ষেত্রে অবস্থানরত ৪০টিরও বেশি রুশ বিমান ধ্বংস করেছে। গত শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ’ ফোনালাপের কথা বলার পর নতুন করে আক্রমণের ঢেউ শুরু হয়েছে। জেলেনস্কির এক বিবৃতি অনুসারে, ট্রাম্পের সঙ্গে তিনি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কীভাবে শক্তিশালী করা যেতে পারে, দুই দেশের মধ্যে সম্ভাব্য যৌথ অস্ত্র উৎপাদন এবং রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন নেতৃত্বাধীন বৃহত্তর প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন।