খুমেক হাসপাতালে অভ্যন্তরে অবৈধ ওষুধের দোকান পুনরায় চালু না করার দাবি ওষুধ ব্যবসায়ীদের

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অভ্যন্তরে নিয়ম বর্হিভূত ভাবে ওষুধের দোকান পুনরায় চালু না করার দাবি জানিয়ে হাসপাতালের পরিচালকের বরাবর লিখিত আবেদন করেছেন হাসপাতালের সামনে ওষুধ ব্যবসায়ীরা। গত ২৫ জুন ওষুধ ব্যবসায়ীরা খুমেক হাসপাতাল পরিচালক বরাবর এ লিখিত আবেদন করেন।
লিখিত আবেদনে উল্লেখ করা হয়, আমরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল গেটের সামনে অবস্থিত প্রায় শতাধিক বৈধ ওষুধের দোকান আপনাদের চিকিৎসা সেবা দানের সঙ্গে আমরাও ২৪ ঘন্টা সেবাদান করে আসছি। আমাদের এই সেবামুলক ব্যবসার সাথে আনুমানিক প্রায় ৩০০ পরিবার এই উপার্জনের ওপর নির্ভরশীল, উল্লেখ্য বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে শেখ পরিবারের নির্দেশনায় ছাত্রলীগ দ্বারা হাসপাতালের অভ্যন্তরে নিয়ম বর্হিভুতভাবে একটি ফার্মেসী চালু হয়। যার কারণে হাসপাতালের সম্মুখে সেবাদানকারী ফার্মেসীগুলি ও তাদের পরিবারগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পূর্বক হাসপাতালের ভেতর ফ্যাসিস্ট সরকারের ন্যায় পুনরায় কোন ফার্মেসী নতুন করে অনুমোদন না দেওয়ার জন্য অনুরোধ করেন।
এ ব্যাপারে খুমেক হাসপাতালের তত্ত্ববধায়ক ডা: মো: আখতারুজ্জামান বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর নিয়ম বর্হিভুত হাসপাতালে ভেতর ওষুধের দোকানটি বন্ধ করে দেই। এই দোকান দেয়ার সরকারিভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের থেকে কোন অনুমোদন ছিলো না। এই দোকান তৎকালীন হাসপাতালের কর্মকর্তারা অবৈধভাবে এই ওষুধের দোকান দেয়ার অনুমোদন দিয়েছিলেন। হাসপাতালের সামনে ওষুধ ব্যবসায়ীরা পুনরায় ওষুধের দোকান চালু না করার দাবি জানিয়ে পরিচালক বরাবর একটি লিখিত আবেদন করেছেন। আমি তাদেরকে বলেছি হাসপাতালে হেড অভ ডিপার্টমেন্ট একজন রয়েছে বিষয়টি তাকেও অবহিত করা হয়েছে।