স্থানীয় সংবাদ

খালিশপুর সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন

স্টাফ রিপোর্টার ঃ দীর্ঘ দিন পর খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত খালিশপুর পৌর সুপার মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সভা শনিবার দুপুরে মার্কেট চত্বরে অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন নির্বাচন পরিচালনার জন্য খালিশপুর থানা বিএনপির সভাপতি এড. মোহাম্মদ আলী বাবুকে চেয়ারম্যান করে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সিনিয়র সহ-সভাপতি মনিয়ার হোসেন। সভায় বক্তৃতা করেন সংগঠনের সাঃ সম্পাদক রাফেল ফেরদৌস রানা, সহ-সভাপতি মিজানুর রহমানের পরিচালনায় সভায় বক্তৃতা করেন ও অংশ নেন সংগঠনের সহ-সভাপতি জাকির হোসেন, সহ-সাঃ সম্পাদক ইব্রাহীম মোল্লা, মোঃ শফিউল আজম আদু ও আহমেদ আলী, সাংগঠনিক সম্পাদক আঃ রাজ্জাক মিন্টু, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ আসিফ, কোষাধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক আবুল বাশার, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ ইউনুস, কার্যনির্বাহী সদস্য রফিকুল, জনি, প্রফুল্ল মন্ডল, মুজিবর, নাসিম কোরাইশী, সেলিম, সালাম, সাবেক নেতা লিয়াকত হোসেন, আল ইমরান, সাগর প্রমূখ। সভায় সর্বসম্মতিক্রমে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে মনোনীত হন খালিশপুর থানা বিএনপি সভাপতি এড. মোহাম্মদ আলী বাবু। সভায় সাঃ সম্পাদক রানা আয় ব্যয়ের হিসাব দেন। কেন এত দিন নির্বাচন দিতে পারেননি তাও তিনি ব্যাক্যা দেন। কারণ কমিটি মেয়াদ শেষ হওয়া মাত্র নির্বাচন দেয়ার ব্যাপারে চেষ্টা করলেও হোয়াইট গ্রুপ পিছনের দরজা দিয়ে সমিতির দখলের চেষ্টায় নির্বাচন দেয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। এ জন্য তারা ইচ্ছা করলেও নির্বাচন দিতে পারেননি। এ জন্য তিনি ভোটারদের কাছে দুঃখ প্রকাশ করেন। আগামী নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে জন্য তিনি সকলের নিকট দোয়া চেয়েছেন। উল্লেখ্য, গত ২০১৯ সালে এ সমিতির সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে হাসান হাফিজুর রহমান সভাপতি ও রাফেল ফেরদৌস রানা সাঃ সম্পাদক নির্বাচিত হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button