বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে উপকূলীয় জনগোষ্ঠি টেকসই বেড়িবাঁধ অবকাঠামোগত ও আর্থসামাজিক উন্নয়ন হবে

# পাইকগাছা পৌরসভায় ওয়ার্ড বিএনপি’র
সম্মেলনে মনিরুজ্জামান মন্টু #
খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র খুলনা জেলার আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যূত্থানের মধ্যদিয়ে বাংলাদেশ ফ্যাসিষ্ট শোষণ মুক্ত হয়েছে। কিন্তু গণতন্ত্রের স্বাদ এখনো পায়নি জনগন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগনের ভোটে নির্বাচিত সরকার প্রয়োজন। বাংলাদেশ নিয়ে চলমান আওয়ামী ষড়যন্ত্র মোকাবেলা ও নানামুখী সংকট-সমস্যা সমাধানে তারেক রহমানের নেতৃত্বে জনগনের সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলে ওয়ার্ড পর্যায় থেকে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন চলছে। একইভাবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করে জনগনের ভোটাধিকার নিশ্চিত করাই বিএনপি নেতাকর্মীদের পবিত্র দায়িত্ব। আর একটি কথা, বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই উপকূলীয় জনগোষ্ঠি নিরাপদ টেকসই বেড়িবাঁধ নির্মাণ, অবকাঠামোগত উন্নয়ন ও আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত হবে ইনশাআল¬াহ্। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকালে পাইকগাছা পৌরসভার ১, ২ ও ৫নং ওয়ার্ড বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিএনপি নেতা মনিরুজ্জামান মন্টু আরও বলেন, বিএনপি’র দীর্ঘ আন্দোলন এবং ছাত্র জনতার গণঅভ্যূত্থানের ফলে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার বিদায় নিলেও শেখ হাসিনা বিদেশে বসে নানামুখী ষড়যন্ত্র করছে। দেশকে অস্থিতিশীল করে তুলতে নানান অপপ্রচারে ব্যস্ত আওয়ামী দোসররা। আওয়ামী লীগের দেশীয় দোসররাও এখনো নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যের কোন বিকল্প নেই। বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। তৃণমুলই বিএনপির মূল শক্তি। ওয়ান-ইলেভেন সরকার এবং শেখ হাসিনা হাজারো চেষ্টা চালিয়েও বিএনপি’র ক্ষতি করতে পারেনি। দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বর্তমানে অত্যন্ত সুসংগঠিত ও ঐক্যবদ্ধ রয়েছে। আগামীতেও এই ঐক্য অটুট থাকবে। দল সেখানে যাকেই মনোনয়ন দিবে আমরা সবাই সেখানে সেই প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে সর্বোচ্চ কাজ করবো। দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন সংশি¬ষ্ট সাংগঠনিক উপ-কমিটির আহবায়ক ও জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মোল্যা খায়রুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক এ্যাড. মোমরেজুল ইসলাম, যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, পাইকগাছা উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ডা. মো. আব্দুল মজিদ ও সদস্য সচিব এসএম ইমদাদুল হক। পৌরসভা বিএনপি’র সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক আসলাম পারভেজের সভাপতিত্বে যুগ্ম-আহবায়ক সেলিম রেজা লাকী, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ ও সরদার মোহর আলী সঞ্চালনা করেন।