খুলনার সদর ডাকবাংলা দোকান মালিক সমিতির নির্বাচন সম্পন্ন

# সভাপতি-তরিকুল ইসলাম, সম্পাদক-আব্দুল কাদের মিন্নু #
স্টাফ রিপোর্টার ঃ খুলনার সদর ডাকবাংলা দোকান মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৫ সম্পন্ন হয়েছে। বিপুল ভোটে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ তরিকুল ইসলাম এবং সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুল কাদের মিন্নু। বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত উক্ত মার্কেট প্রাঙ্গনে ভোট প্রদানের কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে সভাপতি প্রার্থী মোঃ তরিকুল ইসলাম আনারস মার্কা নিয়ে ৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। এদিকে তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী গাজী তফসির আহমেদ ঘড়ি মার্কা নিয়ে পেয়েছেন ২৮ ভোট। নির্বাচনের ফলাফল শেষে বিপুল ভোটে জয়ী হয়ে উচ্ছ্বাসে মেতে ওঠে তরিকুল ইসলাম সমর্থকরা। অন্যদিকে সাধারন সম্পাদক পদে সাইকেল মার্কা নিয়ে ৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আব্দুল কাদের মিন্নু। তার প্রতিদ্বন্দ্বি এস এম মহসিন উজ্জামান নান্নু মোরগ মার্কা নিয়ে ভোট পেয়েছেন ৩৮ টি। এ নির্বাচনে মোঃ আনোয়ারুল হক লাভলু ও মোঃ শহিদুল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করেন সহ-সভাপতি পদে। মই মার্কা নিয়ে সর্বচ্চ ৫৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন মোঃ শহিদুল্লাহ। চেয়ার মার্কা নিয়ে মোঃ আনোয়ারুল হক লাভলু পেয়েছেন ৫১ ভোট। সহ-সাধারন সম্পাদক পদে আম মার্কা নিয়ে ৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ মোস্তাক সেলিম পপলু এবং সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী মোঃ নিসাত রায়হান হৃদয় মোবাইল মার্কা নিয়ে পেয়েছেন ৫৮ ভোট।