স্থানীয় সংবাদ

দৌলতপুরে পুলিশের অভিযানে চুরি হওয়া মালামাল উদ্ধার : দুই আসামী আটক

স্টাফ রিপোর্টার : খুলনা নগরীর দৌলতপুর থানা এলাকায় গত রবিবার (৭ জুলাই) দিনগত রাতে মহেশ্বরপাশা সেনপাড়া রেললাইনের পাশে খুলনা-যশোর মহাসড়ক সংলগ্ন এলাকায় মুদির দোকানে চুরির ঘটনা ঘটে। ওই ঘটনায় গত বুধবার (৯ জুলাই) মুনসুর আলী আকন বাদী হয়ে অজ্ঞাতানামা আসামী করে মামলা দায়ের করেন। মামলা তদন্ত শুরু করে পুলিশ, তদন্তের একপর্যায়ে ওই মামলায় জড়িতদের গ্রেফতার করে করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- পশ্চিম সেনপাড়া আবু সুফিয়ান কলোনীর সাহেব আলী মিনার পুত্র মোঃ সালাউদ্দিন মিনা (২৫) গ্রেফতার করে সংশ্লিষ্ট থানা পুলিশ এবং চুরি হওয়া মালামাল উদ্ধার করে। আসামী মোঃ সালাউদ্দিন মিনা (২৫)কে জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকা ওই এলাকার আব্দুর রহমানের স্ত্রী সাথী (২২)’কে গ্রেফতার করে পুলিশ, ওই আসামীর নিকট থেকেও চুরি হওয়া মালামাল উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় বাকী জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যহত রেখেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুফল রায় বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করি। আসামী গ্রেফতার করি, চুরি হওয়া মালামাল উদ্ধার করি এবং আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করি, বাকী আসামীদের গ্রেফতারের অভিযান চলছে।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী বলেন, এলাকায় আইন-শৃঙখলা বজায় রাখতে নিয়মিত সকল প্রকার টহল অব্যহত আছে। দৌলতপুরবাসীর নিরাপত্তা দেওয়াই আমাদের মূল কাজ। তারপরও ওই চুরি ঘটনা একটি অনাকাংঙ্খিত ঘটনা। বাদী অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করি। এক পর্যায়ে চুরির ঘটনায় জড়িত দুই আসামীকে গ্রেফতার করি, চুরির মালামাল উদ্ধার করতে সক্ষম হয়। বাকী আসামীদে গ্রেফতার অভিযান চলছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button