দৌলতপুরে ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : খুলনা নগরীর দৌলতপুর থানাধীন পাবলা তিন দোকানের মোড় হতে বুধবার দিনগত রাতে এসআই সাইফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত এক আসামী গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামী হলেন- পাবলা তিন দোকানের মোড়স্থ মো. রিজাউল শেখের পুত্র মোঃ হামিম শেখ (২০)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার রাতে পুলিশ গোপন সূত্রে জানতে পারে জি আর নং-৮৯, তারিখ- ১৮ জুলাই, ২০২০; কেএমপি এর দৌলতপুর থানার ,এফআইআর নং-১৭/৮৯, তারিখ- ১৮ জুলাই, ২০২০; ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; এর পরোয়ানাভূক্ত আসামী মোঃ হামিম শেখ তিন দোকানের মোড় এলাকায় অবস্থান করছে, ওই সংবাদের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান ওই আসামীকে গ্রেফতার করে। উল্লেখ্য, বিজ্ঞ আদালত আসামীকে বর্ণিত মামলায় এক বছর সশ্রম কারাদন্ড এবং দুই হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও বিশ দিনের বিনাশ্র কারাদন্ড প্রদান করেছেন। এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর আতাহার আলী জানান, দৌলতপুর থানাধীন তিন দোকানের মোড় এলাকায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক আসামী অবস্থান করছে, ওই তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালন করে ওই আসামীকে গ্রেফতার করি। বিজ্ঞ আদালত আসামীকে বর্ণিত মামলায় এক বছর সশ্রম কারাদন্ড এবং দুই হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও বিশ দিনের বিনাশ্র কারাদন্ড প্রদান করেছেন