স্থানীয় সংবাদ

যশোরে কলেজ ছাত্রী অপহরণের ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার : অপহরণকারী গ্রেফতার

যশোর ব্যুরো ঃ উপশহর মহিলা কলেজের সামনে থেকে এক কলেজ পড়–য়া শিক্ষার্থীকে অপহরনের অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। পুলিশ অপহরনের ২৪ ঘন্টার মধ্যে অপহৃতা কিশোরীকে উদ্ধার ও অপহরণকারী আব্দুল্লাহকে গ্রেফতার করেছে। গত ১০ জুলাই দুপুরে আব্দূল্লাহকে আদালতে সোপর্দ করা হয়েছে। অপহৃতা কিশোরীর ২২ ধারার জবানবন্দি ও হাসপাতালে ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন। বৃহস্পতিবার ১০ জুলাই সকালে মামলাটি করেন অপহৃতা কিশোরীর মাতা যশোর উপজেলার শেখহাটি বাবলাতলা ৪নং নওয়াপাড়া ইউনিয়নের মোহন মোল্লার স্ত্রী মোছাঃ প্রিয়াংকা। মামলায় আসামী করেন, যশোরের কেশবপুর থানার ফতেপুর গ্রামের বর্তমানে সাতক্ষীরা জেলার শহরস্থ পুরাতন কোর্ট মসজিদের পাশে ভগ্নিপতি সেন্টুর বাড়ির মশিয়ার রহমানের ছেলে আব্দুল্লাহসহ তার সহযোগী অজ্ঞাতনামা ২/৩জন। মামলায় গৃহবধূ উল্লেখ করেন,তার মেয়ে মোছাঃ তাবাচ্ছুম তরী মোহনা (১৭) যশোর উপশহর মহিলা কলেজে এইচএসসি প্রথম বর্ষে লেখাপড়া করে। আব্দুল্লাহর সাথে ঘটনাচক্রে পরিচয় হয়। তার পর হতে উক্ত যুবক বিভিন্ন সময়ে বাদির মেয়েকে যাওয়া আসার পথে সেসহ তার সহযোগীদের সহায়তায় উত্যক্তসহ আজে বাজে কথাবার্তা বলে প্রেমের প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজী না হওয়ায় আব্দুল্লাহ তার সহযোগীদের সহায়তায় কলেজ পড়–য়া শিক্ষার্থীকে বিভিন্ন প্রলোভন দেখায়ে ফুসলাতে থাকে। বাদির মেয়েকে জোর করে অপহরণ করে নিয়ে যাওয়ার হুমকী দিতো। গত ৯ জুলাই বুধবার সকাল সাড়ে ৯ টায় কলেজ পড়–য়া শিক্ষার্থী উপশহর মহিলা কলেজে যাওয়ার পথে উপশহর মহিলা কলেজের সামনে পৌছালে সকাল অনুমান পৌনে ১০ টায় পূর্ব হতে ওৎপেতে থাকা আব্দুল্লাহ তার সহযোগীদের সহায়তায় বাদির মেয়েকে দাঁড়া করিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে জোর পূর্বক অপহরণ করে নিয়ে গাড়ীতে তুলে শহরের দিকে চলে আসে। পরে বাদি অন্যান্যদের মাধ্যমে জানতে পারে আসামীর মোবাইল নাম্বারে ফোন দিলে মোবাইল বন্ধ পান। তবে সকালে বাদির মেয়ের সাথে উক্ত যুবক কয়েকবার কথা বলে। উক্ত যুবক বাদির মেয়েকে অজ্ঞাতনাম আসামীদের সহায়তায় অসৎ উদ্দেশ্যে অজ্ঞাতনামা স্থানে গোপন করে রেখেছে। পরবর্তীতে বিভিন্ন স্থানে খোজাখুজি করে না পেয়ে কোতয়ালি থানায় এসে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা বৃহস্পতিবার ১০ জুলাই সকালে সাতক্ষীরা জেলার সদর উপজেলার পলাশপোল চৌধুরীপাড়া এলাকা থেকে অপহরণকারী আব্দুল্লাহকে গ্রেফতার ও তার কাছে থাকা অপহৃতা কলেজ পড়–য়া শিক্ষার্থী তাবাচ্ছুম তরী মোহনকে উদ্ধার করে। পরে ২২ ধারার জন্য বৃহস্পতিবার তাবাচ্ছুম তরী মোহনকে আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতারকৃত আব্দুল্লাহকে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলায় আদালতে সোপর্দ করে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button