স্থানীয় সংবাদ

নাহিদ-হাসনাতের নেতৃত্বে জুলাই বিপ্লবীরা আসছেন খুলনায় আজ

এনসিপি’র দেশব্যাপী জুলাই পদযাত্রা

স্টাফ রিপোর্টার : আজ ১১ জুলাই শুক্রবার নাহিদ ইসলাম ও হাসনাত আব্দুল্লাহ’র নেতৃত্বে খুলনায় বসছে জুলাই বিপ্লবীদের মিলন মেলা। জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ খুলনা সফর করবেন। একই সঙ্গে তারা জুলাই শহীদদের কবর জিয়ারত, শহীদ ও আহতদের পরিবারের খোঁজ-খবর নেওয়া এবং সমাবেশে যোগ দেবেন। ১৫ থেকে ২০ হাজার লোক সমাবেশে যোগ দেবেন। খুলনার শিববাড়ি ও খালিশপুর পিপল চত্বরে এ কর্মসূচি পালিত হবে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নাহিদ ইসলাম, আখতার হোসেন, সামান্তা শারমিন, নাসির উদ্দিন পাটোয়ারী, তাসনিম জারা, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, তানজিল মাহমুদ, মেজবাহ কামাল মুন্না, ফরিদুল হক, সাকিব শাহরিয়ার ও ওয়াহিদুজ্জামান সহ এনসিপি-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ নতুন বাংলাদেশ গড়ার বার্তা নিয়ে জনগণের দুয়ারে দুয়ারে যাচ্ছেন। জনগণের আকাঙক্ষা, মতামত ও দাবি-দাওয়া নিয়েই গঠিত হবে এনসিপি-এর আগামী দিনের রাজনীতি এবং নতুন এক রাজনৈতিক ব্যবস্থা। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনগণের অধিকার, ন্যায়বিচার ও সামাজিক সম্প্রীতির লক্ষ্যে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এনসিপির এই জুলাই পদযাত্রায় খুলনায় আসছেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র খুলনা জেলা শাখার প্রধান সমন্বয়ক মাহমুদুল হাসান (ফয়জুল্লাহ) জানান, ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের ১৬ বছরের স্বৈরশাসনের পতনের বছরপূর্তীর দ্বার প্রান্তে আমরা। গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী প্রথার বিলোপ, বিচার সংস্কার ও নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়ে স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দলকে পদচ্যুত করা হয়। সেই পরিবর্তনের বার্তা, সংস্কার, জুলাই ঘোষণাপত্র প্রণয়ন, গুম-খুন ও গণহত্যার বিচারের দাবিতে গণঅভ্যুত্থানের অগ্রসৈনিকেরা দেশগঠনে জুলাই পদযাত্রা করছে। যার ধারাবাহিকতায় আজ শুক্রবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ পরিবর্তনের বার্তা নিয়ে খুলনাবাসীর সামনে উপস্থিত হবেন। জনতার আকাঙক্ষা, মতামত নিয়ে গঠিত হবে এনসিপির রাজনীতি ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এই পদযাত্রা বিকাল ৫টা থেকে শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭টায় পিপলস মোড়, খালিশপুরে গিয়ে শেষ হবে।
দলের নগর সংগঠক আহম্মদ হামীম রাহাত বলেন, আজ শুক্রবার, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ পরিবর্তনের এক নতুন বার্তা নিয়ে খুলনা শহরে আসছেন। নাহিদ- হাসনাত আব্দুল্লাহরা খুলনার বাইতুন নূর জামে মসজিদের জুমার নামাজ আদায় করবেন। এরপর খুলনায় শহীদদের কবর জিয়ারত এবং শহিদ ও আহতদের পরিবারের খোঁজ খবর নেবেন। বিকেলে নগরীর পিটিআই মোড় থেকে পদযাত্রা শুরু হবে। সেখান থেকে শিববাড়িতে বিপ্লবীদের পুনর্মিলনী শেষে সোনাডাঙ্গায় গিয়ে পদযাত্রা শেষ হবে। এছাড়া সন্ধ্যা ৭টায় খালিশপুর পিপলস মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button