দিঘলিয়ায় পাশের হার ৮১.৭৭%, জিপিএ-৫ পেয়েছে ৭২ জন

# এসএসসি-২০২৫ #
সৈয়দ জাহিদুজ্জামান দিঘলিয়া প্রতিনিধি : খুলনার দিঘলিয়া উপজেলায় ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে। এবছর দিঘলিয়া উপজেলার মোট ১৬টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ১১০৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, যার মধ্যে উত্তীর্ণ হয়েছে ৯০২ জন। পাসের হার ৮১.৭৭। তবে জিপিএ ৫ এর সংখ্যা কম। উপজেলার মধ্যে ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় (ভোকেশনাল ৯৮.৫৭%) , সুগন্ধি মাধ্যমিক বিদ্যালয় (ভোকেশনাল ৯৬.৫৫%) , পথের বাজার মাধ্যমিক বিদ্যালয় (ভোকেশনাল ৯৪.২৮%) এর ফলাফল সবচেয়ে উজ্জ্বল। পাশাপাশি সাধারণ শিক্ষায় ভালো ফলাফল করেছে সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় (৯৫.৫৭%), এপেক্স মাধ্যমিক বালিকা বিদ্যালয় (৯৩.৫৪%) এবং ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় (৯০.৬২%)। এই কয়টি বিদ্যালয়ের পাশের হার শতকরা ৯০ এর উপরে। উল্লেখযোগ্য ফলাফলপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে:-ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় (ভোকেশনাল) এর পরীক্ষার্থী ছিল ৭০ জন, তার মধ্যে পাশ করেছে ৬৯ জন এবং জিপিএ- ৫ পেয়েছে ১জন। সুগন্ধি মাধ্যমিক বিদ্যালয় (ভোকেশনাল) এর পরীক্ষার্থী ছিল ২৯ জন, পাস করেছে ২৮ জন এবং জিপিএ-৫ পেয়েছে ১জন। পথের বাজার মাধ্যমিক বিদ্যালয় (ভোকেশনাল) এর পরীক্ষার্থী ছিল ৩৫ জন পাস করেছে ৩৩ জন। এছাড়া সাধারণ শিক্ষায় ভালো ফলাফল করা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে -সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় (সাধারণ শিক্ষা) এর পরীক্ষার্থী ছিল ১৬০ জন, পাস করেছে ১৫১ জন এবং জিপিএ ৫ পেয়েছে ৩৬ জন। ধঢ়বী মাধ্যমিক বালিকা বিদ্যালয় (সাধারণ শিক্ষা) এর পরীক্ষার্থী ছিল ৩১জন, পাশ করেছে ২৯ জন এবং জিপিএ ৫ পেয়েছে ৪ জন। ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় (সাধারণ শিক্ষা) এর পরীক্ষার্থী ছিল ৩২ জন, পাস করেছে ২৯ জন। এছাড়াও উপজেলার পানিগাতী গ্রামে অব¯ি’ত হাছেনীয়া দাখিল মাদ্রাসা ভোকেশনাল শাখা থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ৬ শিক্ষার্থী এবং সাধারণ শিক্ষা থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ২৫জন। তার মধ্যে পাশ করেছে যথাক্রমে ৩ জন এবং ১৬ জন, পাশের হার ৫০% এবং ৬৪%।
দিঘলিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবছরের পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগের ফলাফল বিশেষভাবে প্রশংসনীয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা বলেন, “শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতার কারণেই এই সফলতা এসেছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে আমরা আশাবাদী।”উল্লেখ্য, এবছর দিঘলিয়া উপজেলায় মোট ৭২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। শিক্ষার্থীদের এই কৃতিত্বে অভিভাবক মহল এবং শিক্ষক-শিক্ষিকা মহলে খুশির আমেজ বিরাজ করছে।