পাইকগাছায় মোটরসাইকেল চুরি করতে এসে চোর জনতার হাতে আটক

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ খুলনার পাইকগাছা উপজেলার সরকারি হাসপাতালের এরিয়ার ভিতর থেকে একটি মোটরসাইকেল চুরির চেষ্টার সময় মোটরসাইকেল মালিক সহ জনতার হাতে কাজী গোলাম মোস্তফ নামে একজনক ধরা পড়েছে। আটক কাজী গোলাম মোস্তফা(২৭) উপজেলার গদাইপুর ইউপির মেলেকপুরাইকাটি গ্ৰামের কাজী নজরুল ইসলাম পুএ। পৌরসভার ৫ নং ওয়ার্ডের বেসরকারি অ্যাম্বুলেন্স ড্রাইভার ইমরান হোসেন জানান, দুপুর ১ টার দিকে হাসপাতালের পুকুরে গোসল করতে মটরসাইকেল চালিয়ে এসে হাসপাতালের বাউন্ডারির মধ্যে রেখে দেয়। এসময় পুকুর থেকে তাকিয়ে দেখতে পায়, একজন মটরসাইকেলের উপর উঠা নামা করার ফাঁকে সাইকেল নিয়ে চলে যেতে, দ্রুত এসে তাকে জাপটে ধরে। এবং তাদের আটক করে।এরপর তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। চোর মোটরসাইকেল চুরি করে পালানোর চেষ্টা করছিল, কিন্তু গাড়ির মালিক এবং হাসপাতালে আসা লোকজন তাদের ধাওয়া করে এবং মূল গেটের মুখের কাছে ধরে ফেলে ।গণপিটুনির শিকার হওয়ার পর, পুলিশ এসে তাদের উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে দুপুর ২:৩০মি: মিনিটে দিকে,স্থানীয়রা জানায়, সম্প্রতি এই এলাকায় চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। এই ঘটনার পর, স্থানীয়রা চোরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। এদিকে জনতার হাতে আটক কথিত মোটরসাইকেল চোর কাজী গোলাম মোস্তফা(২৭) সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায়, সম্পদশালী পরিবারের ঐ সন্তান মাদকের ভয়াল থাবায় নষ্ট হয়ে গেছে। মাদকের টাকা যোগাড় করতে মটরসাইকেল চুরিতে নেমে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ পরিদর্শক তদন্ত মো. ইদ্রিসুর রহমান জানান, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।