পুরোনো ধারা নিয়ে ক্ষমতায় এলে দুই বছরও টিকবে না বিএনপি: হাদী

প্রবাহ রিপোর্ট : বিএনপি পুরোনো রাজনীতির ধারা আঁকড়ে ধরে ক্ষমতায় এলে দুই বছরের বেশি টিকতে পারবে না বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ব্যবসায়ী সোহাগ হত্যাকা- এবং সেই ঘটনায় রাষ্ট্রযন্ত্রের ‘ভয়াবহ নিষ্ক্রিয়তার’ প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি। শরীফ ওসমান বিন হাদী বলেন, আগে বলেছিলাম, পুরোনো রাজনীতি করে বিএনপি ক্ষমতায় এলে তিন বছরও টিকবে না। এখন বলছি, দুই বছরও পারবে না। আপনারা তিনশ আসনে জিতলেও ক্ষমতায় গিয়ে বাস্তবতা পাল্টাতে পারবেন না। তিনি বলেন, এখন মানুষও পাল্টে গেছে। যারা সবসময় নিপীড়নের শিকার হয়েছে, তারাই এখন জবাব দিতে শিখেছে। আপনি একটা বাজে কথা বললে, মানুষ আপনাকে তিনটা বাজে কথা শোনাবে। সংসদে বসেও যদি জনবিরোধী আইন করেন, জনগণ সংসদে গিয়েও জবাব দিতে দ্বিধা করবে না।গতকাল শনিবারবিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যদি সত্যিই পরিবর্তন চান, তাহলে পুরোনো পথ ছেড়ে নতুন করে রাজনীতি শুরু করুন। এটা হোক ‘জুলাইয়ের রাজনীতি’। মাঠে নামুন ‘জুলাই ঘোষণাপত্র’ আর ‘জুলাই সংবিধান’ নিয়ে। মুসলিম লীগের মতো ভুল করলে বিএনপিরও সেই পরিণতি হবে। মুসলিম লীগকে কেউ হত্যা করেনি, তারা নিজের ভুলেই ইতিহাস থেকে মুছে গেছে। এমনকি যে আওয়ামী লীগ স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিল, সেই দলও আজ জনগণের আস্থা হারিয়ে পালিয়ে বেড়াচ্ছে।