খুলনা বিশেষায়িত হাসপাতালের নিচতলায় হাজার হাজার ব্যবহৃত ডায়ালাসিস ফ্লুইড পটের স্তূপ

# গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এসব পটগুলো দূষিত হচ্ছে পরিবেশ #
স্টাফ রিপোর্টার : খুলনা বিশেষায়িত হাসপাতালে মানুষের চলাচলের সিঁড়ির নিচতলায় রোগীর শরীরে ব্যবহৃত হাজার হাজার প্লাস্টিক ডায়ালাসিস ফ্লুইড পটের স্ত’প। দশ লিটার ডায়ালাসিস ফ্লুইডের এসব বড় পট গুলোর কারণে দূষিত হচ্ছে পরিবেশ। এমনটি মনে করছেন হাসপাতালে সেবা প্রত্যাশি রোগীরা। খোঁজ নিয়ে জানা গেছে ৫ আগস্ট এর পরে এসব পট আর টেন্ডার করা হয়নি। মূলতঃ এসব পটগুলো আগে কোন প্রকার টেন্ডার ছাড়া খালিশপুর থানার ছাত্র লীগের সভপাতি মোঃ রাশেদ নিয়ন্ত্রণ করত। নাম মাত্র মূল্যে হাসপাতাল থেকে ক্রয় করত। তবে ৫ আগস্ট এর পরে স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তি ও রাজনৈতিক নামধারী ব্যক্তিরা এসব পট গুলো নাম মাত্র মূল্যে নিজেদের নিয়ন্ত্রণে নিতে হাসপাতাল কর্তৃপক্ষকে চাপ দিতে থাকায় এসব স্তুপ গুলো জমে আছে বলে জনশ্রুতি রয়েছে। আর এতে করে হাসপাতাল কর্তৃপক্ষ অনেকটা বিব্রতকর অবস্থায় আছে বলে জানা গেছে। এ দিকে দিন দিন যেন এর স্তুপ বেড়েই চলছে। এ বিষয়ে কথা হয় হাসপাতালটিতে সেবা নিতে আসা রোগী মোঃ রাজু হোসেনের সাথে কথা হলে তিনি বলেন, একটি বিশেষায়িত হাসপাতালে এভাবে প্লাস্টিক পট এর স্তূপ রাখা উচিত না অনেকে পান খেয়ে ফেলেছে যার দাগ আছে। এছাড়া পরিবেশ দূষিত হচ্ছে। দ্রুত এসব পট গুলো স্থানান্তর করা উচিত বলে আমি মনে করি। এ বিষয়ে খুলনা বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডাঃ শেখ আবু শাহীন বলেন, আমরা দ্রুত এসব পটগুলো সরকারী নিয়মতান্ত্রিকভাবে স্থানান্তর করা হবে। এমনি কোন রাজনৈতিক বা স্থানীয়দের চাপে এসব স্থানান্তর করতে দেরি হয়েছে এসব কথা মিথ্যা বানোয়াট।



