স্থানীয় সংবাদ

খুলনা খাদ্য বিভাগের ওএমএস ডিলার সংক্রান্ত জটিলতা যেন কাটছেই না

স্টাফ রিপোর্টার ঃ খুলনা আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের অধীনে ১৯টি ওয়ার্ডে চলমান ডিলার নিয়োগ সংক্রান্ত জটিলতা আটকে আছে। আদালতে সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে করা রিটে ১৯টি ওয়ার্ডের ডিলার নিয়োগের স্থগিতাদেশ চলতি বছরের ৩০জুন পর্যন্ত বলবৎ ছিল। এরপরে ৩০ জুনের মধ্যে যারা স্থগিতাদেশ বর্ধিতের জন্য আবেদন না করবে সেই সব এলাকায় লটারীর ভিত্তিতে ডিলার নিয়োগে কোন প্রকার জটিলতা হবে কি না সে সংক্রান্তে গত ১৫ জুলাই বিজ্ঞ আইন উপদেষ্টা, খাদ্য অধিদপ্তর ঢাকা বরাবর খুলনা আঞ্চলিক খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে মতামত চাওয়া হয়। সেখানে বিজ্ঞ কৌশুলি, জেলা জজ আদালত খুলনার ০৯/০৭/২০২৫ তারিখের ১৭৪নং স্মারকের আইনগত মতামত ও এ সংক্রান্ত আদালতে চলমান মামলা সমূহের প্রেক্ষিতে লটারীর মাধ্যমে নির্বাচিত ডিলার নিয়োগ করা হলে কোন আইনি জটিলতা সৃষ্টি হবে কি না সে বিষয়ে মতামত প্রদানের অনুরোধ জানানো হয়। ফলে কার্যত ঝুলে থাকে পুরাতন ডিলারদের স্বাভাবিক কার্যক্রম ও নতুন ডিলার নিয়োগের সিদ্ধান্ত। এ জটিলতার অবসান হবে হয়তো খাদ্য অধিদপ্তর ঢাকা থেকে যখন খাদ্য উপদেষ্টা কোন মতামত প্রদান করে চিঠি দেবেন তখন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button